সোমবার, ৩ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ভাওয়াল কলেজ ছাত্রলীগ কমিটি বিলুপ্ত সভাপতি-সম্পাদক বহিষ্কার, মামলা

মন্ত্রীর গাড়িবহরের গতিরোধ, সংঘর্ষ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গাড়িবহরের গতিরোধ, সংঘর্ষ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দুটি মামলা হয়েছে। গাজীপুর ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে শনিবার রাতে জয়দেবপুর থানায় মামলা দুটি করা হয়। এ ছাড়া ওই ঘটনায় ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ওই কমিটির সভাপতি সজীব হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সৌরভকে ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দুটি মামলার একটির বাদী সদ্য বহিষ্কার হওয়া ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সৌরভ। এ মামলায় কলেজ ছাত্রলীগের সভাপতি সজীব হোসেন সবুজ, ছাত্রলীগ নেতা মো. রবিন, অনিক সরকার, নাজমুল করিম, রবিন হোসেন, তামিম, লিয়াকত হোসেনসহ ৫০ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। গাড়ি ভাঙচুর, সরকারি কাজে বাধা ও পুলিশ আহত করার অভিযোগে অপর মামলাটি করেন জয়দেবপুর থানার এসআই সাইদুর রহমান খান। এতে ২৮ জন নামীয় ও অজ্ঞাত ৭০-৮০ জনকে আসামি করা হয়। হামলা ও সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার ১০ জনকে রবিবার কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। উল্লেখ্য, গত শনিবার ওই কলেজে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও শেখ ফজিলাতুন নেছা ছাত্রী নিবাস উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক। অনুষ্ঠানে সজীব হোসেন সবুজ ও তার সমর্থিত একাংশ কলেজে ছাত্র সংসদের নির্বাচন দাবি করেন। অনুষ্ঠান শেষে যাওয়ার সময় সজীব ও তার সমর্থকরা মন্ত্রীর গাড়ি বহরের সামনে শুয়ে গতিরোধ করে। এ সময় সৌরভ ও তার সমর্থকরা বিক্ষোভকারীদের বাধা দিলে সংঘর্ষ বাধে। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে এবং পুলিশ প্রহরায় মন্ত্রীর গাড়ি এলাকা ত্যাগ করে।

সর্বশেষ খবর