মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

মালয়েশিয়ায় আটকে রেখে ২৪ লাখ টাকা মুক্তিপণ আদায়

নিজস্ব প্রতিবেদক, খুলনা

মালয়েশিয়ার কুয়ালালামপুরে ১০ বাংলাদেশিকে অপহরণ ও মুক্তিপণ আদায়ে জড়িত অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে খুলনা র‌্যাব-৬। অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে ইতিমধ্যে অপহৃতদের পরিবারের কাছ থেকে ২৪ লাখ ১৮ হাজার টাকা আদায় করেছেন। তবে অপহৃত ৮ জনকে মুক্তি দিলেও এখনো দুজন নিখোঁজ রয়েছেন। গতকাল দুপুরে র‌্যাব-৬ এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব কথা জানান। তিনি বলেন, গত ফেব্রুয়ারি মাসে ঢাকার একটি কোম্পানির ছয়জনসহ ১০ বাংলাদেশিকে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে কৌশলে অপহরণ করা হয়। তারপর অজ্ঞাত স্থানে আটক রেখে তাদের পরিবারের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে চক্রটি। র‌্যাব কর্মকর্তারা জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের কাটাখালি থেকে আহসান হাবিব খান, রুহুল আমিন খান ও বিকাশ এজেন্ট ইমরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। বাকি ২ জনকে উদ্ধারের চেষ্টা চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর