মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

মুখে কালো কাপড় হাতে থালা নিয়ে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, রংপুর ও বরিশাল

বকেয়াসহ বেতন-ভাতা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদান এবং পেনশন সুবিধা চালুর দাবিতে গতকাল সকাল ১১টায় রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে মুখে কালো কাপড় বেঁধে হাতে থালা নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। কর্মসূচিতে রংপুর বিভাগের ২৯টি পৌরসভার পাঁচ শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন রংপুর বিভাগীয় কমিটির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, শফিকুল ইসলাম পাটোয়ারী বাবু, হাবিবুর রহমান, হাফিজুর রহমান বুলু, উজ্জ্বল তানজিলাল প্রমুখ।

বক্তারা বলেন, মাসের পর মাস বেতন না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন রংপুর বিভাগের সব পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। এদিকে সংগঠনের বরিশাল বিভাগীয় শাখার উদ্যোগে সোমবার বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে নগরীর কাশীপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আজিজুল ইসলামের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন প্রকৌশলী কামরুল হাসান, এসএম শাহিন, শাহীন সুলতানা প্রমুখ। পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই মানববন্ধনে বিভাগের ২৬টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন দাবি সংবলিত প্লাকার্ড ও ব্যানারসহ অংশগ্রহণ করেন। 

ময়মনসিংহ : প্রতিনিধি জানান, একই দাবিতে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে ময়মনসিংহ বিভাগের সব পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। মানববন্ধন শেষে বিভাগীয় কমিশনারের  মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। বক্তব্য রাখেন আব্দুল ওয়াদুদ, এছাহাক আলী, বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক আতাউর রহমান, আরিফুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর