শিরোনাম
বুধবার, ৫ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ডিলারসহ আটক দুই ১৪৮ বস্তা চাল জব্দ

হতদরিদ্রদের চাল বিতরণে অনিয়ম

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর মনোরদীতে হত দরিদ্রদের ১০ টাকা কেজির চাল বিতরণে অনিয়মের অভিযোগে ডিলারসহ দুজনকে আটক করেছে পুলিশ। উপজেলার কাচিকাটা ইউনিয়নের বারুদিয়া ভূঁইয়ার বাজার থেকে গতকাল তাদের আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে জব্দ করা হয় ১৪৮ বস্তা চাল। আটকরা হলেন— ডিলার রফিক ও  তার সহযোগী ছাদিকুল ইসলাম।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কাচিকাটা ইউপি চেয়ারম্যান মোবারক হোসেন কনক একই ব্যক্তির নাম একাধিক দিয়ে তালিকা তৈরি করেন। ওই তালিকা অনুযায়ী মঙ্গলবার ডিলার রফিকুল ইসলামের চাল বিতরণ করার কথা। কিন্তু তিনি হতদরিদ্রদের চাল না দিয়ে আত্মসাতের চেষ্টা করেন। খবর পেয়ে এ সময় ইউএনও ঘটনাস্থলে গেলে ধরা পড়েন রফিকুল। জানা যায়, পঞ্চাশকুড় গ্রামের মিনারা, আয়েশা, শেফালী ও আলাউদ্দিনের নাম তালিকায় থাকলেও তারা কার্ড পাননি। মিনারা জানান, তালিকায় তার নাম আছে। কিন্তু এখন পর্যন্ত তিনি কোনো কার্ড বা চাল পাইনি। পুলিশ জানায়, আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলছে। এ ব্যাপারে কাচিকাটা ইউপি চেয়ারম্যান মোবারক হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন ধরেননি। মনোহরদীর ইউএনও শহিদুল্লাহ জানান, এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে চাল বিতরণের সময় বাজারে অভিযান চালানো হয়। সেখানে অনিয়ম পাওয়ায় দুজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর