বুধবার, ৫ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ভোলায় তরমুজের ব্যাপক ক্ষতি

ভোলা প্রতিনিধি

ভোলায় আগাম বৃষ্টিপাত এবং অমাবশ্যার অতি জোয়ারের কারণে হাজার হাজার একর জমির তরমুজ নষ্ট হয়ে গেছে। বিক্রয় উপযোগী হওয়ার ১০ থেকে ১৫ দিন আগে ফসল হারিয়ে কৃষকরা এখন দিশাহারা। ভোলা সদর উপজেলার ভেলুমিয়া এলাকার চর মোহাম্মদ এবং চর হোসেন এলাকায় গিয়ে দেখা যায়, খেতে পানি জমে যাওয়ায় ছোট ছোট তরমুজসহ গাছগুলো মরে গেছে। কিছু কিছু তরমুজ বড় হলেও তা খাওয়ার উপযোগী না হতেই পচে যাচ্ছে। খেতের পর খেত একই অবস্থা। দু একজন কৃষক নষ্ট হওয়ার আগে কিছু তরমুজ বিক্রি করতে পেরেছেন। অধিকাংশ কৃষক একটি তরমুজও ঘরে তুলতে পারেননি। এর মধ্যেই সব নষ্ট হয়ে গেছে।  ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন জানান, চল মৌসুমে ভোলা জেলায় ১০ হাজার ৫০০ হেক্টর জমিতে তরমুজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। কিন্তু আবাদ হয়েছে ১২ হাজার ৫০০ হেক্টর জমিতে। তরমুজ খেত নষ্ট না হলে ভোলায় এ বছর ৬ লাখ ২৫ হাজার মেট্রিক টন তরমুজ উৎপাদন হত। কিন্তু প্রাকৃতিক দুর্যোগে ৪০ ভাগ তরমুজ নষ্ট হয়ে যাওয়ায় কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য কৃষকদের দ্রুত অন্য ফসল উৎপাদনের জন্য পরামর্শ দিচ্ছে কৃষিবিভাগ।

সর্বশেষ খবর