বুধবার, ৫ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

রায়গঞ্জে হত্যা মামলায় আটজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি হত্যা মামলায় আটজনের যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাফরোল হাসান গতকাল এ রায় দেন। যাবজ্জীবন সাজপ্রাপ্তরা হলো— শামীম, রব্বানী, মিন্টু, কালাম, দুদু, আব্দুস সামাদ ও জহুরুল ইসলাম। এদের মধ্যে শামীম পলাতক। আদালত সূত্রে জানা যায়, আসামিরা ২০০৭ সালের ৩০ নভেম্বর রাতে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী এলাকার মোহাম্মদ আলীর বাড়ি থেকে তার মেয়েজামাই ইব্রাহিম খলিলকে মুঠোফোন চুরির অপরাধে ধরে নেয়। ওই রাতেই তাকে হত্যার পর পাঙ্গাসী বাজার এলাকায় মরদেহ ফেলে রাখে। পরদিন লাশ উদ্ধার করে পুলিশ।

সর্বশেষ খবর