বুধবার, ৫ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

পাবনায় ঝড়ে পাঁচ শতাধিক বাড়িঘর বিধ্বস্ত, আহত ৫০

পাবনা প্রতিনিধি

পাবনার সুজানগর উপজেলার দুলাই ও আহাম্মদপুর ইউনিয়নের পাঁচটি গ্রাম ও সাঁথিয়া উপজেলার কয়েকটি গ্রামে সোমবার রাতে আকস্মিক টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে। টর্নেডোতে ওইসব গ্রামের প্রায় পাঁচ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। টর্নেডোর আঘাতে মহিলা ও শিশুসহ শতাধিক লোক আহত হয়েছে। এলাকায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে প্রায় ৩০ গ্রামের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে। অসংখ্য গাছপালা ও হাজার হাজার মণ পিয়াজের ব্যাপক ক্ষতি হয়েছে। জরুরিভাবে এলাকায় স্বাস্থ্য ক্যাম্প স্থাপন ও অনুদান ক্যাম্প খোলা হয়েছে। টর্নেডোয় আহতদের স্থানীয়রা রাতেই উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে।

আহমেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ বলেন, চর গোবিন্দপুর ধোপপাড়ায় প্রায় আড়াইশ বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আড়াইশ পরিবার খোলা আকাশের নিচে অবস্থান করছেন। দ্রুত তাদের ঘরবাড়ির ব্যবস্থা করতে হবে। ক্ষতিগ্রস্ত সালেহা বেগম জানান, আমার বাড়ির চারটি ঘরই ভেঙে তছনছ হয়ে গেছে। ঘরের টিন কোথায় গেছে বলতে পারব না। স্থানীয় গ্রামবাসী আকমল হোসেন বলেন, ৩০০ পরিবারের ঘরবাড়ি উড়ে পাশের মাঠের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে আছে। সবাই খোলা আকাশের নিচে রাত যাপন করেছেন। সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নগদ এক হাজার টাকা ও ৩০ কেজি চাল দেওয়া হয়েছে। ইতিমধ্যেই টিনের বরাদ্দ পাওয়ার জন্য সংশ্লিষ্ট দফতরে বলা হয়েছে।  পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, টর্নেডোর আঘাতে কয়েকটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

সর্বশেষ খবর