বুধবার, ৫ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

৫ দিনেও উদ্ধার হয়নি গৃহবধূর লাশ

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে গৃহবধূ সিমা আক্তারকে (২৪) হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার। হত্যার পর বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে স্বামী মিজান খন্দকারকে (৩৪) গ্রেফতার করেছে মতিঝিল পুলিশ। তবে ঘটনার ৫দিন পার হলেও পুলিশ এখন পর্যন্ত খুন হওয়া সিমা আক্তারের লাশ উদ্ধার করতে পারেনি। মিজানের ঘনিষ্ঠ বন্ধু এনায়েত গোমস্তাকে পুলিশ এজাহারভুক্ত আসামি না করে জিজ্ঞাসাবাদের নামে রাজাপুর থানা পুলিশ হেফাজতে রেখে দিচ্ছে বলে অভিযোগ করেছেন নিহত সিমার পরিবার। এদিকে ২ এপ্রিল নিহত সিমা আক্তার হত্যা ও লাশ গুমের ঘটনায় বড়ভাই মাজেদুর ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করলেও ঘটনার প্রধান সহযোগী এনায়েত গোমস্তাকে পুলিশ ওই মামলার সাক্ষী করেছে। এ মামলায় পুলিশ মিজান খন্দকারের অটো গাড়ি, মিজানের মা দোলোয়ারা বেগম ও  ঘনিষ্ঠ বন্ধু এনায়েত গোমস্তাকে আটক করে। মামলায় নিহত সিমা আক্তারের স্বামী মিজান খন্দকার, তার ভাই সবুজ খন্দকার, তার বোন শাহনাজ বেগম ও তার ভগ্নিপতি মিজান হাওলাদারকে আসামি করা হয়েছে। এ ব্যাপারে রাজাপুর থানার ওসি শেখ মুনীর উল গিয়াস জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে। লাশ এখনো উদ্ধার করা যায়নি। এজাহারভুক্ত পলাতক আসামিদের গ্রেফতার করতে পারলে লাশের সন্ধান পাওয়া যাবে। পলাতক আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে। বন্ধুর সহযোগিতায় ঘাতক মিজানকে গ্রেফতার করা সম্ভব হওয়ায় তাকে সাক্ষী করা হয়েছে।

সর্বশেষ খবর