বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

কিশোরগঞ্জে মুখোশধারী সন্ত্রাসীর তাণ্ডব

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ শহরে মুখোশধারী সন্ত্রাসীদের তাণ্ডব চলছেই। গত সোমবার সাতজনকে কুপিয়ে আহত করার পর মঙ্গলবার আরও একজনকে কুপিয়েছে তারা। ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভয়ে-আতঙ্কে শহরের নগুয়া এলাকার একটি কিন্ডার গার্টেন গতকাল বন্ধ রাখা হয়েছে। এ ঘটনায় ২০ জনকে আটক করেছে পুলিশ। জানা যায়, গত মঙ্গলবার দুপরে শহরের আখড়া বাজারে জেলা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে সপ্তম শ্রেণির ছাত্র ইউসাকে কুপিয়ে জখম করে মুখোশধারী সন্ত্রাসীরা। এর আগে সোমবার রাতে মনিপুরঘাট থেকে নগুয়া পর্যন্ত তাণ্ডব চালায় সন্ত্রাসী দলটি। এ সময় তারা রাস্তায় যাকে পেয়েছে তাকেই কুপিয়েছে। এছাড়া রাস্তার পাশের অর্ধ-শতাধিক বাড়ি-দোকানপাট ভাঙচুর করেছে। ওই রাতে তাদের হামলায় আহত হয়েছেন সাতজন। এদের মধ্যে ফাহিদ নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। নাম প্রকাশে অনিচ্ছুক নগুয়া এলাকার এক বাসিন্দা জানান, ১০-১২ সন্ত্রাসী টানা পাঁচ দিন রাতের বেলায় নগুয়া ও হয়বত নগর এলাকায় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিয়েছে। আতঙ্কে নগুয়া এলাকার লাইসিয়াম প্রি ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ বুধবার বন্ধ রাখা হয়েছে। সদর থানার ওসি জানান, এ ঘটনায় গত দুদিনে ২০ জনকে আটক করা হয়েছে।

সর্বশেষ খবর