বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭

প্রতিদিন ডেস্ক

পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। এদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় এক ইউপি চেয়ারম্যান ও দিনাজপুরে পত্রিকাবাহী মাইক্রোবাসের এক হেলপার রয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর—

ব্রাহ্মণবাড়িয়া : সরাইলে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা বাকি বিল্লাহ জুয়েল এবং জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রনি ভূঁইয়া। মঙ্গলবার রাতে মোটরসাইকেলে করে আসার পথে তারা দুর্ঘটনার শিকার হন। পুলিশ আশঙ্কাজনক অবস্থায় তাদের সদর হাসপাতালে পাঠালে চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। ঢাকায় নেওয়ার পথে মারা যান জুয়েল। চট্টগ্রাম : হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের চারিয়া বোর্ড স্কুলের সামনে গতকাল বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। নিহতরা হলেন— ফটিকছড়ি উপজেলার ভূজপুরের নারায়ণহাটের পরিতোষ নাথের ছেলে নারায়ণ নাথ (২৬) ও একই তারাকো এলাকার নুর মোহাম্মদের ছেলে পিয়ারুল ইসলাম (৬০)। আহতদের হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। দিনাজপুর : দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জে ঢাকাগামী হানিফ পরিবহনের সঙ্গে সংঘর্ষে পত্রিকাবাহী পঞ্চগড় মাইক্রোবাসের চালক মো. সেলিম (৩৮) নিহত হয়েছেন। আহত হয়েছেন বাংলাদেশ প্রতিদিন মাইক্রোবাসের হেলপার উজ্জ্বল রায়সহ (১৭) বাসের ১৩ যাত্রী। গতকাল দুপুরে বীরগঞ্জ উপজেলার টালিথাকুমি মিশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম ‘বাংলাদেশ প্রতিদিন’র মাইক্রোচালক ও বগুড়া উপশহরের মকছেদ আলীর ছেলে। আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করে স্থানীয়রা। এ ছাড়া বগুড়া দ্বিতীয় বাইপাস মহাসড়কের খামারকান্দি এলাকায় গতকাল ট্রাক ও বাসের সংঘর্ষে আব্দুল হাই (৪০) নামে এক ট্রাকচালক এবং নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে মহি উদ্দিন সেলিম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সর্বশেষ খবর