বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

সিন্দুরমতি মেলায় পুণ্যার্থীর ঢল

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের ঐতিহাসিক সিঁন্দুরমতি মেলায় পুণ্যার্থীদের ঢল নেমেছে। মেলায় দেশ ও বিদেশের হাজারও পুণ্যার্থীর আগমনে মুখরিত হয়ে উঠেছে এ মেলা। হিন্দু সম্প্রদায়ের নারী, পুরুষ, বৃদ্ধ, বৃদ্ধা, শিশু-কিশোর, যুবক ও  যুবমহিলারা পাপ মুচনের আশায় সিঁন্দুরমতি পুকুরে পুণ্যস্নান করে। হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় দিক থেকে  যুগ যুগ  ধরে  সিঁন্দুরমতি মেলা একটি তাত্পর্যপূর্ণ ধর্মীয় দিন। তাই ২০০ বছরের এই মেলাটিকে ঘিরে হিন্দু  সম্প্রদায়ের পাশাপাশি সব ধর্মের মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এদিকে গতকাল সকালে লালমনিরহাট জেলা সদরের পঞ্চগ্রাম ইউনিয়নে সিঁন্দুরমতি মন্দিরে  শুরু হওয়া এই মেলাকে ঘিরে একটি প্রভাবশালী মহল জুয়া ও অশ্লীল যাত্রা গানে মেতে উঠেছে। লালমনিরহাট জেলা পুজা উত্যাপন কমিটির নেতা অ্যাডভোকেট  চিত্ররঞ্জন রায় জানান, সিঁন্দুরমতি মেলায়  ধর্মীয় ভাবধারা ব্যহত হয়ে থাকে জুয়া ও কথিত অশ্লীল যাত্রার কারণে। জেলা প্রশাসক আবুল ফয়েজ আলাউদ্দিন খান জানান, সিঁন্দুমতি মেলা  বাংলার ঐতিহ্যের অংশ। মেলায়  জুয়া ও অশ্লীল  যাত্রা বন্ধে  কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ খবর