শিরোনাম
বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

কারখানার বর্জ্যের গর্তে পড়ে দুই শিশু আহত

শ্রীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে কারখানার কর্তৃপক্ষের অবহেলায় মৃত্যুশয্যায় দুই শিশু। গতকাল গাজীপুর ইউনিয়নের ধনুয়া এলাকার আরএকে সিরামিক্স কারখানার বিষাক্ত বর্জ্য রাখার অরক্ষিত গর্তে পড়ে তারা গুরুতর আহত হয়। আহতরা হল— স্থানীয় রিদিশা নিটেক্স কারখানার শ্রমিক নীল মিয়ার ছেলে সানমনি (৬) ও পারভেজ (৫)। স্থানীয় পল্লী চিকিৎসক শাহিন জানান, দুই শিশু গর্তে ডুবে গেলেও কারখানা কর্তৃপক্ষ তাদের উদ্ধারের ব্যবস্থা না করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় সানমনি ও পারভেজকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে সানমুনির অবস্থা অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেলে পাঠাতে বলেন ডাক্তার। কারখানার মানবসম্পদ বিভাগের সহকারী ব্যবস্থাপক এসএস আবেদীন জানান, ওই স্থানে আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকলেও কিছুদিন ধরে নিরাপত্তা কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে। এ সময় অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে। দুই শিশুর চিকিৎসার দায়ভার আমরা বহন করবো।

সর্বশেষ খবর