শিরোনাম
বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

‘বখাটের’ মোটরসাইকেলের ধাক্কায় আহত ছাত্রী আইসিইউতে

বাঞ্ছারামপুর প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মোটরসাইকেলের ধাক্কায় আহত স্কুলছাত্রী আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন। ছাত্রীর বাবার দাবি, স্থানীয় বখাটে শাকিব তার মেয়েকে মোটরসাইকেল দিয়ে ধাক্কা দিয়ে রক্তাক্ত করে। ওই ছাত্রীর নাম বিথী। সে উপজেলার ফরদাবাদ ইউনিয়নে বিশু দাসের মেয়ে। বিশু দাস জানান, গত বৃহস্পতিবার স্কুল থেকে বাড়ি ফিরছিল তার মেয়ে। পথে বখাটে ও মাদকাসক্ত হিসেবে পরিচিত দড়িকান্দি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবদুল্লা বাকীর ছেলে শাকিব মুঠোফোনে তার ছবি তুলতে চায়। এতে রাজি না হওয়ায় সে মোটরসাইকেল দিয়ে বিথীকে ধাক্কা দেয়। মেয়ে এখন ঢাকা মেডিকেলের আইসিইউতে মৃত্যুশয্যায়। বাঞ্ছারামপুর মডেল থানার ওসি জানান, বিথীর স্কুলের প্রধান শিক্ষক গত শুক্রবার লিখিত অভিযোগ দেন। অভিযুুক্ত শাকিবের ব্যবহৃত মোটরবাইকটি জব্দ করা হয়েছে। শাকিবকে আটকে অভিযান চলছে।’ বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মিন্টু রনজন সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান জলি আমীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তৌহিদ গতকাল বিথীর ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সর্বশেষ খবর