শুক্রবার, ৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

পদ পেতে মরিয়া নেতা-কর্মীরা

টাঙ্গাইল বিএনপির চূড়ান্ত কমিটি এ মাসেই

মো. নাসির উদ্দিন, টাঙ্গাইল

পদ পেতে মরিয়া নেতা-কর্মীরা

টাঙ্গাইল জেলা বিএনপির নতুন কমিটিতে পদ পেতে মরিয়া হয়ে উঠেছেন নেতা-কর্মীরা। দলীয় কোন্দলের কারণে একাধিকবার সম্মেলনের প্রস্তুতি নিলেও সফল হয়নি। দুটি উপজেলায় সম্মেলন করে কমিটি করলেও তাকে পকেট কমিটি অভিহিত করে পাল্টা কমিটি গঠন করা হয়েছে। এ সব ঝামেলা এড়াতে টাঙ্গাইল বিএনপির নতুন কমিটির সিদ্ধান্ত এখন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাতে। কেন্দ্র থেকে এ মাসেই কমিটির চূড়ান্ত ঘোষণা আসবে বলে জানা গেছে। দলের একাংশ চান বর্তমান কমিটির সাধারণ সম্পাদক শামসুল আলম তোফাকে সভাপতি ও সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবালকে সাধারণ সম্পাদক করতে। অপর অংশের দাবি বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি ফকির মাহবুব আনাম স্বপনকে সভাপতি ও হাসানু্জ্জামিল শাহীনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি করা হোক। সম্প্রতি দুটি গ্রুপই পৃথক কর্মসূচি করে আসছে। নতুন কমিটির সভাপতি পদে বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি ফকির মাহবুব আনাম স্বপন, সাধারণ সম্পাদক শামসুল আলম তোফা, সাবেক সভাপতি হামিদুল হক মোহন ও সহ-সভাপতি ছাইদুল হক ছাদুর নাম শোনা যাচ্ছে। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও শহর বিএনপির সাবেক সভাপতি হাসানুজ্জামিল শাহীন, বর্তমান সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল এবং সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন দাস। দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০০৯ সালের নভেম্বরে টাঙ্গাইল বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কাউন্সিলরদের ভোটে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আযম খান সভাপতি, শামসুল আলম তোফা সাধারণ সম্পাদক ও ফরহাদ ইকবাল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। শুরু থেকেই দল দু-তিন ভাগে বিভক্ত হয়ে পড়ে। গত বছর আহমেদ আযম খান কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি হওয়ায় জেলা বিএনপির পদ ছেড়ে দেন। পরে জেলার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয় সহ-সভাপতি ফকির মাহবুব আনাম স্বপনকে। আগের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনই ঢাকায় বসে জেলা বিএনপির দায়িত্ব পালন করায় দল নেতৃত্বশূন্য হয়ে পড়ে। গত বছরের নভেম্বর ও ডিসেম্বরে দুই দফা প্রতিনিধি সভার তারিখ নির্ধারণ হলেও কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে তা স্থগিত হয়। পরে কেন্দ্রের একটি প্রতিনিধি দল জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর সঙ্গে মতবিনিময় করে কেন্দ্র থেকে নতুন কমিটি ঘোষণা করা হবে জানায়। এর পর থেকেই পদপ্রত্যাশী নেতারা তত্পর হয়ে উঠেন।

সর্বশেষ খবর