শিরোনাম
শুক্রবার, ৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

হাওর পরিস্থিতি অপরিবর্তিত ক্ষতির পরিমাণ বাড়ছেই

প্রতিদিন ডেস্ক

হাওর পরিস্থিতি অপরিবর্তিত ক্ষতির পরিমাণ বাড়ছেই

তাহিরপুর উপজেলার শনির হাওরের লালুরগোয়ালা ফসলরক্ষা বাঁধে স্বেচ্ছাশ্রমে কাজ করছেন হাজারো মানুষ —বাংলাদেশ প্রতিদিন

বন্যাকবলিত হাওরাঞ্চলের সার্বিক পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। নতুন নতুন আরও এলাকা ডুবে গেছে। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

সুনামগঞ্জ : সুনামগঞ্জে হাওরাঞ্চলের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ফসলরক্ষা বাঁধ ভেঙে ও জলাবদ্ধতায় সরকারি হিসাব অনুযায়ী এ পর্যন্ত তলিয়ে গেছে এক লাখ এক হাজার হেক্টর জমির বোরো ফসল। এতে জেলার বিস্তীর্ণ হাওর এলাকার কৃষকের মাঝে হতাশা ছড়িয়ে পড়েছে। বছরের একটিমাত্র ফসল বোরোর  ওপর নির্ভরশীল প্রায় ৯ লাখ পরিবারে অভাব দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে কৃষকদের বাঁচিয়ে রাখার স্বার্থে জেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছেন কৃষকরা। এ দাবিতে প্রতিদিন সভা, সমাবেশ, বিক্ষোভ, সড়ক অবরোধ মানববন্ধন ইত্যাদি কর্মসূচি পালন করছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এসব কর্মসূচি থেকে হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির বিচার বিভাগীয় তদন্ত দাবি করা হয়।  নেত্রকোনা :  পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে হাওরে পানি ঢোকায় প্রতিনিয়তই ক্ষতির পরিমাণ বেড়ে চলেছে। চারদিকে থৈ  থৈ করছে ঢলের ঘোলা পানি। কৃষি অফিসের তথ্যানুযায়ী, এ পর্যন্ত জেলার হাওরগুলোর প্রায় ৩০ হাজার হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। এ বছর জেলায় এক লাখ ৮৪ হাজার ৩৮২ হেক্টর জমিতে বোরো আবাদ হলেও শুধু হাওর অঞ্চলেই আবাদ হয়েছিল ৪০ হাজার ৬২০ হেক্টর। গতকাল পর্যন্ত মোহনগঞ্জ, খালিয়াজুরী, মদন, বারহাট্টা উপজেলাসহ বিভিন্ন হাওরে আরও ১০টি বাঁধ ভেঙে ক্ষতির পরিমাণ বেড়েছে। হবিগঞ্জ : টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এবং নদীর বাঁধ উপচে প্লাবিত হয়েছে হবিগঞ্জ  হাওরের ফসল। দেখা দিয়েছে অকাল বন্যা। কৃষকদের মাঝে বিরাজ করছে কান্নার রোল। সরকারি কোনো সহযোগিতাও পাচ্ছেন না হাওরবাসী। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, আজমিরীগঞ্জ উপজেলায় কালনী-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ১৯৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত আছে। হবিগঞ্জ শহর দিয়ে প্রবাহিত খোয়াই নদীর পানি গতকাল বিপদসীমার ৩৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। রাত ৩টার দিকে ওই নদীর পানি ২৫০ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছিল। খোয়াই নদীর নিম্নাঞ্চল বানিয়াচং উপজেলার হেলারকান্দি ও লাখাই উপজেলার ভরপুর্ণি এলাকায় বাঁধ উপচে প্রায় ৪ হাজার হেক্টর জমির ফসল বিনষ্ট হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তাওহিদুল ইসলাম জানান, টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে এরই মধ্যে ১৩ হাজার ৪৪৫ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এর মাঝে বানিয়াচং উপজেলায় ৫ হাজার ৮৫০ হেক্টর এবং আজমিরীগঞ্জ উপজেলায় ৪ হাজার ৯৫ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে।  নওগাঁ : ছোট যমুনা নদীর বুকে উজান থেকে পানি নেমে আসায় প্রায় ২ শতাধিক বিঘা বোরো ধান নিমজ্জিত হয়েছে। কয়েক দিনের মধ্যে পর পর ৩দিন ভারি বর্ষণে নদীতে এ জোয়ার নেমে আসে। এতে চাষকৃত বোরো ধান তলিয়ে যায়। গামর ধান জোয়ারের পানিতে ডুবে যাওয়ায় প্রায় ২ শতাধিক বিঘার বোরো চাষি হতাশ হয়ে পড়েছেন।

সর্বশেষ খবর