শনিবার, ৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

রাজবাড়ীর তিন স্কুলে খোলা আকাশের নিচে পাঠদান

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর তিন স্কুলে খোলা আকাশের নিচে পাঠদান

মিজানপুর ইউনিয়নের চরজৌকুড়ী উচ্চ বিদ্যালয় —বাংলাদেশ প্রতিদিন

ঝড়ের তাণ্ডবে রাজবাড়ী জেলার তিনটি স্কুলের শ্রেণিকক্ষ লণ্ডভণ্ড হয়ে গেছে। ফলে শ্রেণিকক্ষ ছাড়াই খোলা আকাশের নিচে পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে স্কুল কর্তৃপক্ষ। এতে চরম বিপাকে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে পাঠদান।

সরেজমিন মিজানপুর ইউনিয়নের চরজৌকুড়ী উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, নদীর পাশে খোলা আকাশের নিচে প্রখর রোদে পাঠদান কার্যক্রম চলছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ময়নুল ইসলাম বলেন, ১৯৯৭ সালে ১৩৫ ফুট দৈর্ঘের তিনটি জোড়া টিনের ঘর নির্মাণের মাধ্যমে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। এরপর ২০০৪ সালে বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়। ২০০৫ সালে সরকারিভাবে শিক্ষকদের জন্য ছোট্ট একটি অফিস কক্ষ এবং একটি টয়লেট নির্মাণ করা হয়। এ ছাড়া এ যাবৎকালে বিদ্যালয়টিতে সরকারি কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। অন্যদিকে জেলার সূর্যনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়েও একইভাবে পাঠদান কার্যক্রম চলছে। ঝড়ে চার কক্ষবিশিষ্ট টিনশেড ঘরটি ভেঙে যাওয়ায় চরম বিপাকে পড়েছে কর্তৃপক্ষ। নিরুপায় হয়ে খোলা আকাশের নিচেই ক্লাস নিতে হচ্ছে। একই অবস্থা দয়ালনগর মোজাহার আলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের। ঝড়ে স্কুলের একমাত্র টিনের ঘরটি ভেঙে পড়েছে।

সর্বশেষ খবর