শনিবার, ৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

অসহায় গৃহবধূর গরু নিয়ে গেলেন ইউপি চেয়ারম্যান

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অসহায় গৃহবধূর ৩টি গরু নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। গরু নিয়ে যাওয়ার পর অসহায় গৃহবধূ বিচার চেয়ে বিভিন্ন জায়গায় অভিযোগ করেছেন। গত বুধবার পাওনা টাকার জেরে সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কুজিশহর গ্রামের বাসিন্দা জেসমনি বেগম নামে গৃহবধূর ৩টি গরু নিয়ে যায় চেয়ারম্যানের লোকজন। জানা যায়, কয়েক বছর আগে অভাবে পরে প্রতিবেশী আজাদের নিকট ১০ হাজার টাকা হাওলাদ নেয় গৃহবধূ জেসমিন। যা পরিশোধের কথা শতকরা ২০% টাকা সুদ দিয়ে। সুদে আসলে ২৫ হাজার টাকা পরিশোধ করলেও  প্রতিবেশী সুদখোর আজাদ আরও ২৩ হাজার টাকা দাবি করে। আর এরই জেরে আজাদ চেয়ারম্যানের কাছে বিচার দিলে চেয়ারম্যান মনিরুল হক বাবু চকিদার পাঠিয়ে ৩টি গরু নিয়ে যায়। যার মূল্য প্রায় এক লাখ ২০ হাজার টাকা বলে অভিযোগ গৃহবধূর। জেসমনি বেগম জানান, চেয়ারম্যান সুদখোর লোকজনের পক্ষ নিয়ে বিচারের নামে আমার উপর নিপীড়ন চালাচ্ছে। শতকরা ২০ টাকা হারে আমার কাছ থেকে সুদ আদায় করার চেষ্টা চালাচ্ছে এখনো। এ বিষয়ে সদর উপজেলার রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু জানান, জেসমিন ওই এলাকার আজাদ, আজিজুল, আলম, খালেক ও আশরাফুল নামে বেশ কয়েকজনের কাছ থেকে ঋণ নেন। পরিশোধ না করায় ইউনিয়নের গ্রাম্য আদালতে বিচার প্রার্থী হন ঋণদাতারা। বিচারে ঋণ গ্রহীতাকে তা পরিশোধের রায় দেওয়া হয়। কিন্তু তিনি টাকা পরিশোধ না করায় মালামাল ক্রোকের অংশ হিসেবে তার ৩টি গরু আটক করা হয়েছে। টাকা পরিশোধ করলে গরু ফেরত পাবে।

সর্বশেষ খবর