শনিবার, ৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
আসুন বিষণ্নতা নিয়ে কথা বলি

বিশ্ব স্বাস্থ্য দিবসে শোভাযাত্রা

প্রতিদিন ডেস্ক

আসুন, বিষণ্নতা নিয়ে কথা বলি— প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে জেলা-উপজেলায় শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। প্রতিনিধিদের খবর—

ঝিনাইদহ : জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে শহরে শোভাযাত্রা বের করা হয়। পরে সিভিল সার্জনের সম্মেলনকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব সিভিল সার্জন ডা. রাশেদা সুলতানা। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ মণ্ডল। নওগাঁ : নওগাঁয় র‌্যালিতে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিরুল ইসলাম। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা রওশন আরা খানম।

কিশোরগঞ্জ : জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। পরে কিশোরগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য দিলারা বেগম আসমা। পরে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. হাবীবুর রহমান। বাগেরহাট : স্বাস্থ্য বিভাগের উদ্যোগে র‌্যালি শেষে সাংস্কৃতিক ফাউন্ডেশন মিলনায়তনে সদর স্বাস্থ্য কর্মকর্তা ডা. সমীর কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এডিএম মামুনুর রশিদ। ঠাকুরগাঁও : স্বাস্থ্য বিভাগ ও ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও শাখাসহ কয়েকটি বে-সরকারি সংগঠনের কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়। সিভিল সার্জন সভাকক্ষে আলোচনা সভায় সিভিল সার্জন ডা. মো. খয়রুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল। বগুড়া :  জেলা স্বাস্থ্য বিভাগ ও বেসরকারি সংস্থাসমূহের সহযোগিতায় দিবসটি পালিত হচ্ছে। র‌্যালিতে অংশ নেন জেলা প্রশাসক আশরাফ উদ্দিন, জেলা সিভিল সার্জন গোলাম মোস্তফা, পুলিশ সুপার আসাদুজ্জামান, বগুড়া বিএমএ’র সভাপতি ডা. মোস্তফা আলম নান্নু প্রমুখ। ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন,  আরএমও ডা. প্রাণেশ চন্দ  পণ্ডিত, এএলসিপি ম্যানেজার প্রদীপ কুমার রূরাম, এসসিপি টিম লিডার পলিনূস প্রবাল আজিম, এইচপিও নীলুফা খাতুন প্রমুখ। ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ ফুলপুর এডিপির সহযোগিতায় উপজেলা প্রশাসন এর আয়োজন করে।

সর্বশেষ খবর