শনিবার, ৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

হাজার বছরের পুরনো মূর্তি উদ্ধার

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী সদর উপজেলায় পুকুর খননকালে প্রায় হাজার বছরের পুরনো কষ্টি পাথরের গৌতম বুদ্ধের মূর্তি উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে লক্ষ্মীচাপ ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের হরি মন্দিরের পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানান, ওই গ্রামের হরি মন্দিরের একটি পুকুর খননের কাজ চলছিল। এ সময় শ্রমিকরা মূর্তিটি দেখে পুলিশে খবর দেন। নীলফামারী সদর থানার ওসি বাবুল আকতার বলেন, উদ্ধার মূর্তিটি কষ্টি পাথরের। এর দৈর্ঘ্য সাত ইঞ্চি ও প্রস্থ সাড়ে চার ইঞ্চি। রাজশাহী বিভাগের প্রত্নতত্ত্ব বিভাগের আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানা থানায় এসে মূর্তিটি দেখেছেন।

সর্বশেষ খবর