শনিবার, ৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

টাঙ্গাইলে খুদে শিক্ষার্থীর মিলনমেলা

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় এক হাজারের অধিক খুদে শিক্ষার্থীকে নিয়ে গণিত উৎসব হয়েছে।  ভূঞাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শুক্রবার দিনব্যাপী এ আয়োজনে তিনটি ক্যাটাগরিতে এ উৎসব অনুষ্ঠিত হয়।

গণিত ভীতি দূর এবং  বিজ্ঞান ও গণিতকে জনপ্রিয় করতেই এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে লাইসিয়াম গণিত ও বিজ্ঞান সংঘ এ উৎসবের আয়োজন করে। প্রাইমারী ক্যাটাগরিতে ৩০৫, জুনিয়র ক্যাটাগরিতে ২৩২ ও সেকেন্ডারি ক্যাটাগরিতে ১৭৮ শিক্ষার্থী অংশ নেয়। সেমিনারে আলোচনা করেন বিশিষ্ট বিজ্ঞান বিষয়ক লেখক আব্দুল গাফফার রনি, সিরাজুম মনির শ্রাবণ, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান মিঠু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনালজি বিভাগের শিক্ষার্থী জুলিয়াস সিজার তালুকদার প্রমুখ। পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাধান শিক্ষক মো. মহীউদ্দিন। প্রাধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ। অনুষ্ঠান পরিচালনা করেন মুক্তিযুদ্ধের গবেষক শফি উদ্দিন তালুকদার। আব্দুস ছাত্তার খান বলেন, ক্ষুদে শিক্ষার্থীরা যাতে আনন্দের সঙ্গে গণিত ও বিজ্ঞানকে গ্রহণ করতে পারে এ লক্ষ্যকে সামনে রেখেই প্রতিবছর গণিত উৎসবের আয়োজন করা হয়।

সর্বশেষ খবর