শনিবার, ৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

গাজীপুরে পুলিশের সোর্স খুন

গোমস্তাপুরে পিটিয়ে কিশোর হত্যা

প্রতিদিন ডেস্ক

গাজীপুরে পুলিশের সোর্স এবং চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গাজীপুর প্রতিনিধি জানান, দিন-দুপুরে গলা কেটে পুলিশের এক সোর্সকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম আল আমিন (২২)। তিনি জামালপুরের বকশিগঞ্জ থানার সাধুপুর এলাকার আবুল কাশেম মোল্লার ছেলে। জয়দেবপুর থানার কোনাবাড়ী পুলিশ ফাঁড়ির এএসআই মো. আনোয়ার হোসেন ও নিহতের স্বজনরা জানান, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ির আব্দুর রহমানের বাড়িতে সপরিবারে ভাড়া থাকেন আল আমিন। পেশায় রিকশাচালক ছিলেন। সম্প্রতি জয়দেবপুর থানাধীন কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের এএসআই আনোয়ার হোসেনের সঙ্গে তার সখ্যতা গড়ে উঠে। এরপর থেকে সে তার সোর্স হিসেবে কাজ শুরু করেন। বেশির ভাগ সময় আল আমিন কোনাবাড়ি পুলিশ ক্যাম্পেই কাটাতেন। শুক্রবার দুপুরে এএসআই আনোয়ার হোসেনের নির্দেশে দেওয়ালিয়াবাড়ি ইকরা মডেল একাডেমীর পাশে একটি জুয়ার আসরের খবর নিতে যান আল আমিন। এ সময় কয়েক দুর্বৃত্ত দেওয়ালিয়াবাড়ি পেয়ারা বাগান এলাকার নির্জন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আল আমিনকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের এএসআই আসাদ হোসেন জানান, আল আমিন তাদের ক্যাম্পের সোর্স নয় এএসআই আনোয়ার হোসেনের ব্যক্তিগত সোর্স ছিলো। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়ায় প্রেম করার অপরাধে মাসুদ রানা (১৯) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত মাসুদ রানা চৌডালা ইউনিয়নের বসনীটোলা গ্রামের লাল মোহাম্মদের ছেলে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মধ্যরাতে বোয়ালিয়া ইউনিয়নের কাউয়াভাসা গ্রামে। পুলিশ ওই মেয়ের চাচী  হিরা বেগমকে আটক করেছে। গোমস্তাপুর থানার ওসি শাহীন কামাল জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মাসুদ রানার পরিবারের অভিযোগ তার ছেলেকে পিটিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে হত্যাকারীরা বাড়ি থেকে পালিয়ে গেছে।

সর্বশেষ খবর