রবিবার, ৯ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

বৈসাবি মেলায় পর্যটকের ঢল

রাঙামাটি প্রতিনিধি

বৈসাবি মেলায় পর্যটকের ঢল

বৈসাবি মেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণীরা —বাংলাদেশ প্রতিদিন

রাঙামাটির পাহাড়ে তিন দিনব্যাপী আয়োজিত বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু অর্থাৎ বৈসাবি মেলার সমাপনী দিন ছিল গতকাল। এই দিনটিতে মেলায় পর্যটকের ঢল নেমেছিল। চারদিকে বয়ে গেছে আনন্দ-উল্লাসের জোয়ার। এদিন মেলায় নামে পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সব সম্প্রদায়ের অগণিত নারী-পুরুষের ঢল। চলে আনন্দের হোলি আর পাহাড়িদের ঐতিহ্যবাহী নৃত্য-সংগীত, খেলাধুলা, কৃষ্টি-সংস্কৃতি, নাটক ও পণ্য প্রদর্শনী। মেলা পরিণত হয় পাহাড়ি-বাঙালিসহ সব ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠীর সম্প্রীতির মিলন ক্ষেত্রে। এদিকে মেলা শেষ হলেও শেষ হয়নি উৎসব। এরপর শুরু হচ্ছে সপ্তাহব্যাপী বৈসাবির নানা কর্মসূচি। তার মধ্যে রয়েছে আনন্দ শোভাযাত্রা, পাহাড়ি খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফুল ভাসানো, বিজু, জলকেলি ও বাংলা বর্ষবরণ উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে দূরদূরান্ত থেকে আগত পর্যটকদের পদচারণে প্রাণবন্ত হয়ে আছে পাহাড়ি জনপদ। ফলে রাঙামাটি যেমন উৎসবের নগরীতে পরিণত হয়েছে, তেমনি শহরজুড়ে ভিড় রয়েছে পর্যটকের। পর্যটন কমপ্লেক্স সূত্রে জানা গেছে, রাঙামাটি শহরের সব কটি আবাসিক হোটেল, মোটেল, সরকারি রেস্ট হাউস কয়েক দিন ধরেই রয়েছে হাউসফুল। কোথাও রুম খালি নেই। তার ওপর লেগে রয়েছে অগ্রিম বুকিং। রাঙামাটি পর্যটন মোটেল ও হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, পাহাড়ি জাতিগোষ্ঠীর বৈসাবি উৎসব ঘিরে প্রতিদিন অগণিত পর্যটক রাঙামাটিতে আসছেন। গড়ে ৩ থেকে ৪ হাজার পর্যটকের আগমন ঘটছে পর্যটন কমপ্লেক্সে। ফলে ১৫ এপ্রিলের আগে আর বুকিং নেওয়া সম্ভব হচ্ছে না।

সর্বশেষ খবর