রবিবার, ৯ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ভৈরবে সংঘর্ষে একজন নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে মোবারক নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক লোক। নিহত মোবারক রসুলপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে। আহতদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে ২৫-৩০টি বাড়িঘর। পুলিশ ও এলাকাবাসী জানান, ভৈরবের সাদেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রসুলপুর গ্রামের ফজলুর রহমান মাস্টার এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবু বকরের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। এর জেরে শনিবার দুপুরে উভয় পক্ষের কয়েকশ লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পার্শ্ববর্তী মৌটুপী, সাদেকপুর, ভবানীপুর ও মেন্দিপুর গ্রামের লোকজনও সংঘর্ষে যোগ দেন। মাগুরায় জখম ২৫ : মাগুরা প্রতিনিধি জানান, মহম্মদপুর উপজেলার ঝগুড়দিয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে গতকাল দুইদল গ্রামবাসীর সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১৪ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে এক ইউপি মেম্বরসহ ১৬ জনকে আটক করেছে। মহম্মদপুর থানার ওসি তরীকুল ইসলাম জানান, অধিপত্য বিস্তার নিয়ে ঝগুড়দিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমানের সঙ্গে বিএনপির হায়াৎ খানের সামাজিক বিরোধ চলছে। এর জেরে শনিবার সকালে দুই পক্ষের সমর্থকদের সংঘর্ষ বাধে। মাদারগঞ্জে আহত ২০ : জোনাইল নয়াপাড়া গ্রামে জমি নিয়ে সংঘর্ষে শনিবার জামালপুরের মাদারগঞ্জে ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান লিখন, শহর আওয়ামী লীগের সদস্য ঈমান আলী, আ. আজিজ, আফছার আলী, শিরিনা আক্তারকে ময়মনসিংহ মেডিকেলে ও ঢাকা একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর