রবিবার, ৯ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

গোপালগঞ্জে ৩১ পৌরসভা কর্মচারীদের সমাবেশ

গোপালগঞ্জ প্রতিনিধি

পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে প্রাপ্তি ও পেনশন চালুর দাবিতে গোপালগঞ্জে মতবিনিময় সভা করেছে বৃহত্তর ফরিদপুর অঞ্চল ও গোপালগঞ্জ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন। সভায় ৩১ টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। বৃহত্তর ফরিদপুর অঞ্চল পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সভাপতি আব্দুল আলীম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে ম্যাবের সাধারণ সম্পাদক ও গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার মেয়র এইচ এম অহিদুল ইসলাম, গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক কে জী এম মাহামুদ, খুলনা বিভাগীয় কমিটির সভাপতি রঞ্জন কান্তি গুহ, বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সাধারণ সম্পাদক মো. হারুনার রশীদ, দাবি বাস্তবায়ন কমিটির সভাপতি শহিদুল ইসলাম, ফরিদপুর পৌরসভার সচিব মো. তানজিলুর রহমান, নির্বাহী প্রকৌশলী সামচুল আলম, রাজৈর পৌরসভার সচিব মনিরুজ্জামান সিকদার, পিরোজপুর পৌরসভার সচিব বনি আমিন, ফরিদপুর আঞ্চলিক কমিটির সহ-সভাপতি আজিজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা, পৌর কর্মকর্তা কর্মচারীদের বেতন-ভাতা কেন্দ্রীয় সরকারি কোষাগার থেকে প্রাপ্তি ও পেনশন প্রথা চালুর জোর দাবি জানান।

সর্বশেষ খবর