সোমবার, ১০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

বাগেরহাটে তিন বিএনপি নেতার বাড়ি ভাঙচুর, আহত ৫

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট শহরে শনিবার রাতে তিন বিএনপি নেতার বাড়িতে সন্ত্রাসী হামলায় নারীসহ পাঁচজন আহত হয়েছে। এ সময় তিনটি বাড়িতে হামলা ছাড়াও দুটি মোটরসাইকেল ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, বাগেরহাট শহরে শনিবার রাতে সন্ত্রাসীরা প্রথমে বিএনপি নেতা খাদেম নিয়ামুল নাসির আলাপের হাড়িখালির বাড়িতে হামলা চালায়। এরপর তারা একই এলাকার বিএনপি নেতা মুন্না’র বসতবাড়িতে হামলা করে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় ঘরে থাকা একটি মোটরসাইকেল ও আসবাবপত্র ভাঙচুর করে। এই দুই বাড়িতে হামলা ও ভাঙচুরের পর মিছিল নিয়ে পুরাতন বাজার এলাকায় বিএনপি নেতা ইলাহী আলমের বাড়িতে হামলা ও তার একটি নতুন মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এসব হামলায় নারীসহ পাঁচজন আহত হয়েছেন। বিএনপি নেতা এলাহী আলম বলেন, কয়েকদিন আগে ২ লাখ ৪৩ হাজার টাকা দিয়ে একটি পালসার মোটরসাইকেল ছেলেকে কিনে দিয়েছি। কি কারণে মোটরসাইকেলটি পুড়িয়ে দিল তা আমার জানা নেই। তিনি বলেন সরকারী দলের লোকজনরই শনিবার রাতে এ হামলা করেছে। এর আগে হাড়ীখালীতে বিএনপি নেতা আলাপ ও মুন্নার বাড়িতে হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আহত ও বাড়ির আসবাপত্র ভাঙচুর করলেও পুলিশ কাউকে আটক করতে পারেনি।  বাগেরহাট মডেল থানার সেকেন্ড অফিসার খোন্দকার এনায়েত আলী বলেন, শনিবার রাতে  সরকারী পিসি কলেজ সংলগ্ন হরিণখানা এলাকায় সাগর, বাদল ও রনি মল্লিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আহত রনি মল্লিককে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি হয়েছে। একটি গ্রুপের লোকজন জড়ো হয়ে অতর্কিত বিএনপি নেতাদের বাড়িতে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে গতকাল এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করেনি। বসতবাড়িতে হামলা ও মোটরসাইকেলে অগ্নি-সংযোগকারীদের আটকের চেষ্টা করছে পুলিশ।

সর্বশেষ খবর