সোমবার, ১০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

‘সংরক্ষণের অভাবে বিলুপ্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি’

রাঙামাটি প্রতিনিধি

সংসদ সদস্য ঊষাতন তালুকদার বলেছেন, ‘অপসংস্কৃতির কারণে ঐতিহ্য হারাচ্ছে পাহাড়ের মানুষ। দীর্ঘদিনের দাবি থাকলেও ক্ষদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি সংরক্ষণে কোনো উদ্যোগ নেয়নি সরকার। বাস্তবায়ন করা হয়নি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তিও। চুক্তি বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ে বৈসাবি উৎসব সফলতা পাচ্ছে না। রাঙামাটি পৌরসভা চত্বরে বিজু, সাংগ্রাইং, বৈসুক, বিহু, বিষু (বৈসাবি) চার দিনব্যাপী অনুষ্ঠান উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

বৈসাবি উযাপন কমিটির ও আদিবাসী ফোরামের পার্বত্য চট্টগ্রাম ‘ক’ অঞ্চলের আহ্বায়ক প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন, চাকমা সার্কেল চিফ রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়, এমএন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. মানিক লাল দেওয়ান প্রমুখ।

সর্বশেষ খবর