মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

দক্ষিণাঞ্চলে ব্রি-৬১ ও ব্রি-২৮ ধান চাষ বন্ধের সুপারিশ

সংবাদ সম্মেলনে গবেষকরা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা ও সাতক্ষীরাসহ দক্ষিণাঞ্চলের বোরো আবাদে ব্লাস্ট রোগের আক্রমণ বন্ধে ব্রি-৬১ ও ব্রি-২৮ ধান চাষ বন্ধের সুপারিশ করেছেন খুলনা বিশ্ব্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষকরা। তারা বলেন, এই দুটি জাতের ধান অত্যন্ত সংবেদনশীল ও এই অঞ্চলের জন্য অনুপোযোগী। বৈরী আবহাওয়া ও একই জমিতে বার বার একই ফসল আবাদের ফলে মহামারী আকারে এই রোগ ছড়িয়ে পড়েছে বলে তারা দাবি করেন।  গতকাল দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অধ্যাপক ড. মো. রেজাউল ইসলাম। এ সময় অধ্যাপক ড. বশির আহমেদ, ড. সঞ্জয় কুমার অধিকারী, ড. সরদার মো. শফিকুল ইসলাম, ড. ইয়াসিন আলী, ড. মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন। শিক্ষকরা দাবি করেন, ‘পাইরিকুলারিয়া অরাইজী’ নামের ছত্রাক থেকে বীজ, বাতাস ও  পোকার মাধ্যমে ধানে ব্লাস্ট আক্রমণ করছে। এ রোগে আক্রান্ত হলে ধানের সবুজ পাতায়, পাতার সংযোগস্থল ও শিসে কালো দাগ হয়। এতে শিকড় থেকে গাছের উপর অংশে খাবার ও পানি চলাচল বন্ধ হয়ে ধান শুকিয়ে চিটা হয়ে যায়। আক্রান্ত জমিতে ৮০ শতাংশ পর্যন্ত ধান নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।  জানা যায়, খুলনায় ব্রি-৬১ ধানের প্রায় শতভাগ ও ব্রি-২৮ ধানের বেশিরভাগ এই ব্লাস্ট রোগে আত্রান্ত হয়েছে। অধ্যাপক ড. মো. রেজাউল ইসলাম বলেন, আক্রমণপ্রবণ জাত, বেলে জাতীয় শুকনো মাটি, মাটিতে নাইট্রোজেন বেশি ও পটাশ কম থাকলে এবং আবহাওয়া রোগের অনুকূলে হলে (অর্থাৎ রাতে ঠাণ্ডা, দিনে গরম ও সকালে পাতায় শিশির পড়লে) ব্লাস্টের আক্রমণ বেড়ে যায়। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন জাত লাগানোর পরামর্শ দেওয়া হয়।

সর্বশেষ খবর