মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

শিক্ষকের পিটুনিতে আহত শতাধিক শিক্ষার্থী

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের মধুখালী উপজেলার রাসবিহারী উচ্চ বিদ্যালয়ে গতকাল পরীক্ষা চলাকালে সিটপ্লান অনুযায়ী না বসায় প্রধান শিক্ষকের লাঠিপেটায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। ঘটনার পর এলাকাবাসী ও শিক্ষার্থীরা প্রধান শিক্ষককে লাইব্রেরিতে তালাবদ্ধ করে রাখেন। চার ঘণ্টা পর পুলিশ তাকে উদ্ধার করে। শিক্ষার্থী পেটানোর ঘটনায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটিকে সাত দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। এ ব্যাপারে প্রধান শিক্ষক কাসেদ আলী মোল্যার সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তিনি মুখ খোলেননি। নাম প্রকাশ না করার শর্তে স্কুলের কয়েকজন শিক্ষক জানান, প্রধান শিক্ষকের আচরণ ভালো নয়। মাঝে মধ্যেই তিনি ছাত্র-ছাত্রীর গায়ে হাত তোলেন। ঘটনার সময় কয়েকজন শিক্ষক ঠেকাতে গেলে তাদের বকাঝকা করেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আ. রউফ প্রধান শিক্ষককে দ্রুত প্রত্যাহার করাসহ শাস্তির দাবি জানান। উপজেলা শিক্ষা কর্মকর্তা ইকবাল হাসান বলেন, তদন্ত রিপোর্ট পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর