বুধবার, ১২ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ত্রিমুখী লড়াইয়ের আভাস বিরলের দুই ইউনিয়নে

ইউপি নির্বাচন

দিনাজপুর প্রতিনিধি

ত্রিমুখী লড়াইয়ের আভাস বিরলের দুই ইউনিয়নে

বিরল উপজেলার পলাশবাড়ী ও বিজোড়া ইউপি নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। তবে পলাশবাড়ীতে বিদ্রোহী এবং বিজোড়াতে আওয়ামী লীগ প্রার্থী গণসংযোগে এগিয়ে রয়েছেন। প্রচারণায় প্রতিপক্ষের কর্মীকে বাধা, পোস্টার ছিঁড়ে ফেলার কথা বলছেন অনেক ভোটার। তবে এ ব্যাপারে কেউ নির্বাচন অফিসে অভিযোগ করেননি বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রফিক। পলাশবাড়ী ইউপি নির্বাচনে প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের খায়রুল ইসলাম, বিদ্রোহী (আওয়ামী লীগ) ও বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান এবং বিএনপির মোশারফ হোসেন। সুষ্ঠু নির্বাচন হলে এই তিনজনের যে কারো বিজয়ের সম্ভাবনা রয়েছে বলে ভোটারদের অভিমত। বিজোড়া ইউপি চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুর রাজ্জাক (স্বতন্ত্র) ও সামজুজ্জামান (জাপা)। এ দুই ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১৬ এপ্রিল। ফরিদপুরে আচরবিধি লঙ্ঘনে জরিমানা : ফরিদপুর প্রতিনিধি জানান, মধুখালী কামালদিয়া ও মেঘচামী ইউপি নির্বাচনে নৌকা ও ধানের শীষ প্রতীকের প্রার্থীর দুই সমর্থককে আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরএম সেলিম শাহনাওয়াজ। অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন— আওয়ামী লীগ সমর্থক আমির হোসেন ও বিএনপি সমর্থক লিখন শেখ। ১৬ এপ্রিল মধুখালীর চার ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

জিয়ারকান্দিতে জমজমাট প্রচারণা : দাউদকান্দি প্রতিনিধি জানান, কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। ১৬ এপ্রিল অনুষ্ঠিত হবে এ নির্বাচন। চেয়ারম্যান ও যুবলীগ নেতা মনির হোসেন সন্ত্রাসীর হাতে নিহত হওয়ায় এ আসনটি শূন্য হয়। চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে আলী আশরাফ ও স্বতন্ত্র (আনারস) সাবেক যুবলীগ নেতা সারোয়ার বাবু সরকার মাঠ চষে বেড়াচ্ছেন।

সর্বশেষ খবর