বুধবার, ১২ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

বসুন্ধরা এলপি গ্যাসের নিরাপদ নিবাস কর্মশালা

রাঙামাটি প্রতিনিধি

‘ব্যবহারের প্রশিক্ষণ নিন, নিরাপদ থাকুন প্রতিদিন’ এই স্লোগানকে সামনে রেখে রাঙামাটিতে বসুন্ধরা এলপি গ্যাসের নিরাপদ নিবাস কর্মশালা অনুষ্টিত হয়েছে। রাঙামাটি আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র সম্মেলন কক্ষে গতকাল কর্মশালা উদ্বোধন করেন বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের হেড অব ডিভিশন মীর টিআই ফারুক রিজভি। এ সময় এলপি গ্যাস ডিভিশনাল সেশন ম্যানেজার শরিফুল ইসলাম, চট্টগ্রাম এরিয়া সেল্স ইনচার্জ একরামুল হক জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন। মীর টিআই ফারুক রিজভি বলেন, ‘পার্বত্যাঞ্চলে বসুন্ধরা এলপি গ্যাসের সহজপ্রাপ্তি নিশ্চিত করতে বসুন্ধরা কাজ করে যাচ্ছে। এ গ্যাস নিরাপদ রাখতে ল্যাবরেটরিতে পরীক্ষার পর বাজারে সরবরাহ করা হয়। ফলে নিশ্চিত হয় সিলিন্ডারের সর্বোত্তম সুরক্ষা।’ তিনি জানান, এলপি গ্যাস ব্যবহারে সুবিধা ও নিরাপত্তা বিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশব্যাপী এই কর্মশালার আয়োজন করেছে বসুন্ধরা এলপি গ্যাস। ইতিমধ্যে বান্দরবান, রাঙামাটি, মানিকগঞ্জসহ ২৩ জেলায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সর্বশেষ খবর