বুধবার, ১২ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

সিটি ইউনিভার্সিটি ছাত্র নিহতের ঘটনায় মামলা, ক্যাম্পাস বন্ধ

সাভার প্রতিনিধি

ঢাকার সাভারের বিরুলিয়ায় সিটি ইউনিভার্সিটিতে ছাত্রলীগ নেতার গুলিতে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় সাভার মডেল থানায় মামলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ফারুক আহম্মেদ ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১৫ জনের নামে গতকাল মামলাটি  করেন। এ ঘটনা পুলিশ চার ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে। তারা হলেন— স্বপ্নীল আহম্মেদ বাপ্পী, ইজানুর রহমান, সোহেল ও মোশারফ। ঘটনার পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গতকাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১৭ মার্চ পর্যন্ত ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছেন। এ ছাড়া মঙ্গলবার সকাল ১০টার মধ্যে সব ছাত্রছাত্রীকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। জানা যায়, সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত রবিবার শিক্ষার্থী সায়েদ ও স্বপ্নীল আহম্মেদ বাপ্পীর কথা কাটাকাটি হয়। পরে নিজেরাই বিষয়টি মীমাংসা করে নেন। সোমবার দুপুরে ক্যাম্পাসের সামনে একটি জায়গায় ওই ঘটনায় আবারও সমঝোতার প্রস্তুতি নেন তারা। এ সময় বাপ্পীর পক্ষে আশুলিয়া সদর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাওনেন নেতৃত্বে ৩০ ছাত্রলীগ নেতা-কর্মী ঘটনাস্থলে উপস্থিত হন। তারা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ওপর গুলি ছুড়তে থাকেন। এতে সাত শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়। তাদের মধ্যে টেক্সটাইল বিভাগের ছাত্র সিফাত চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর