শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

সবকিছু প্রস্তুত, চালু হচ্ছে না ট্রেন

ঢাকা-পঞ্চগড়

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় রুটে আন্তনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন করেছে পঞ্চগড়ের সুধীসমাজ। গতকাল দুপুরে শহরের শেরেবাংলা পার্ক মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। রেল যোগাযোগ উন্নয়ন পরিষদ (ঠাকুরগাঁও-পঞ্চগড়) নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক নেতা-কর্মী, সাংস্কৃতিক কর্মীসহ সর্বস্তরের নাগরিক অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু সালেক, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, সাবেক শিক্ষা কর্মকর্তা জীবধন বর্মণ, জেলা নাগরিক কমিটির সভাপতি এরশাদ হোসেন সরকার, জেলা উদীচীর সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ। শুরুতে স্বাগত বক্তব্য দেন আয়োজক সংগঠনের আহ্বায়ক আবদুস সাত্তার। বক্তারা বলেন, ২০১৫ সালের মার্চে ডুয়েল-গেজে রূপান্তরের কাজ শেষ হয়েছে। ট্রায়ালও দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দ্রুত আন্তনগর ট্রেন চলাচলের আশ্বাস দিয়েছেন। কিন্তু চালু হয়নি ইন্টারসিটি ট্রেন। বক্তারা আরও বলেন, মিটার-গেজের এই রেললাইনটিকে ডুয়েল-গেজে রূপান্তর করে স্টেশনটির আধুনিকায়নের কাজ শেষ হওয়ারও পেরিয়েছে প্রায় এক বছর। কিন্তু এখনো আসেনি পঞ্চগড়বাসীর সেই স্বপ্নের ট্রেন। এলাকার সচেতন মহলের দাবি, অবিলম্বে পঞ্চগড় থেকে ইন্টারসিটি ট্রেন চালু করা হোক। এলাকাবাসী জানিয়েছেন, নানা দিক থেকেই এই জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জেলায় রয়েছে খনিজ সম্পদ পাথর, রয়েছে চায়ের ভাণ্ডার। এই এলাকার সবজি বিশেষ করে টমেটো সারা দেশে রপ্তানি হয়। রয়েছে বিশাল পর্যটন সম্ভাবনা। অন্যদিকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে দেশের নানা প্রান্তের পর্যটক ভারতের দার্জিলিং, নেপাল, ভুটান যেতে পারবেন অত্যন্ত সহজে। জাতীয় অর্থনীতিতে রাজস্ব আয়ও যোগ করবে এই স্টেশনটি।

সর্বশেষ খবর