শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

বৈসাবিতে মাতোয়ারা বান্দরবান

বান্দরবান প্রতিনিধি

বৈসাবিতে মাতোয়ারা বান্দরবান

বান্দরবানে চলছে ম্রো সম্প্রদায়ের জমজমাট বর্ষবরণ বা বৈসাবি উৎসব। এ উপলক্ষে গতকাল র‌্যালি, লোকনৃত্য, কোমর তাঁত বুনন ও ম্রোদের ঐতিহ্যবাহী লাঠি খেলা, ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিতে জেলার বিভিন্ন পাড়া থেকে দল বেঁধে যুবক-যুবতী-নারী-পুরুষ ভাইট্রা পাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে জড়ো হন। উৎসবে অংশগ্রহণকারী যুবকরা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে রং মেখে মুখ লাল করে এবং মাথার খোঁপায় ও কানে পাহাড়ি ফুল গুঁজে আসেন। আর যুবতীরা হাতে রুপার কাঁকন, পায়ে বালা ও গলায় রংবেরঙের পুঁতির মালা ও রুপার তৈরি চেইন পরে এবং চুলের খোঁপায় রংবেরঙের ফুল গুঁজে আসেন। উৎসবে বাঁশির সুরের মূর্চনা ও ঢাকঢোল-খাসার তালে তালে দল বেঁধে লোকনৃত্য পরিবেশন করা হয়। চার দিনব্যাপী এ উৎসব উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে র‌্যালি বের করা হয়। এর উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

সর্বশেষ খবর