শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

বৈশাখের আমেজ নেই হাওরে

নেত্রকোনা প্রতিনিধি

বাংলা নববর্ষকে বরণ করে নিতে সারা দেশ যখন আনন্দে মাতোয়ারা, তখন নেত্রকোনার হাওরজুড়ে শুধুই কান্না। হাওরাঞ্চলের একমাত্র ফসল বোরো ঘরে তোলার আগেই পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকের মধ্যে নেই বৈশাখের উৎসবের আমেজ। যখন মাঠে মাঠে ধান উড়ানোর কথা, তখন তারা গো-খাদ্যের অভাবে দিশাহারা। সারা বছর কিভাবে সংসার চলবে সে দুশ্চিন্তা তো আছেই। জানা যায়, হাওরের প্রতিটি বাড়ির শোভা ছিল দু-চারটি করে গরু। কোথাও কোথাও ছিল গরুর পাল। এ বছর আগাম বন্যায় ফসল তলিয়ে যাওয়ায় গো-খাদ্যও নষ্ট হয়ে গেছে। অনেকে বেশি দরে উজান থেকে নিয়ে যাচ্ছেন খড়। সে সাধ্য যাদের নেই তারা নামমাত্র দামে বিক্রি করে দিচ্ছেন গরু। হাওরাঞ্চল খালিয়াজুরী ও মোহনগঞ্জের প্রতিটি গরুর বাজারে বিক্রেতার ভিড় থাকলেও নেই তেমন ক্রেতা। এ সুযোগে মৌসুমী ব্যবসায়ীরা অল্প দামে গরু কিনে নিচ্ছেন। স্থানীয় চাষী নবাব আলী জানান, তার ছোট-বড় সাতটি গরু ছিল। ধারদেনা করে তিন একর জমিতে চাষ করা ফসল সবটুকুই তলিয়ে গেছে। ঘরের খাবারটুকুও অবশিষ্ট নেই। গো-খাদ্যেরও একই দশা। নবাব আলী বলেন, ‘বৈখাশ উদযাপন এখন তার স্বপ্নেও আসবে না।’ তার মতো একই অবস্থা হাওরের অন্য কৃষকদেরও।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর