শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

সড়কের পাশে ১৫ অবৈধ বাজার

আমতলী প্রতিনিধি

পটুয়াখালী, আমতলী ও কলাপাড়া মহাসড়কের শাঁখারিয়া থেকে বান্দ্রা বাজার পর্যন্ত ৩০ কিলোমিটার মহাসড়কের দুই পাশে ১৫টি স্ট্যান্ডে অবৈধ বাজার রয়েছে। স্থানীয় লোকজনের খেয়াল-খুশিমতো এ বাজার বসে। এ বাজারগুলো তদারকির জন্য প্রশাসনের কোনো নজরদারি নেই। মহাসড়ক দখল করে বাজার বসায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

পটুয়াখালী-কলাপাড়া মহাসড়কের আমতলীর শাঁখারিয়া স্ট্যান্ড থেকে বান্দ্রা স্ট্যান্ড পর্যন্ত দূরত্ব ৩০ কিলোমিটার। ৩০ কিলোমিটার মহাসড়কের ১৫টি স্ট্যান্ডে অবৈধ বাজার বসে। শাঁখারিয়া, মহিষকাটা, আমড়াগাছিয়া, ডাক্তারবাড়ী, এ কে স্কুল, বাঁধঘাট চৌরাস্তা, মানিকঝুড়ি, খুড়িয়ার খেয়াঘাট, আকনবাড়ী, ফকিরবাড়ী, খলিয়ান, কল্যাণপুর ও বান্দ্রা স্ট্যান্ডে বাজার বসে। এ বাজারগুলোতে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। স্থানীয় লোকজন নিয়ন্ত্রণ করে। যে যার মতো রাস্তার পাশে দোকান নিয়ে বসায় সড়কে যান চলাচলে বিঘ্ন হচ্ছে। ফলে যানজটের সৃষ্টি ও দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর