শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক সমন্বয় উৎসব

তাড়াশ

সিরাজগঞ্জ প্রতিনিধি

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক অধিকার রক্ষা ও বাল্যবিয়ে বন্ধে সিরাজগঞ্জের তাড়াশের মাধাইনগরে অনুষ্ঠিত হয়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক সমন্বয় উৎসব। ‘একশন এইড বাংলাদেশ’ ও ‘ডিডিপি’ নামক বেসরকারি সংস্থা আয়োজিত এ উৎসব গতকাল উদ্বোধন করেন ম.ম আমজাদ হোসেন মিলন এমপি। অনুষ্ঠানে শিশু কিশোর-কিশোরী ও বয়োবৃদ্ধরা নেচে-গেয়ে উপভোগ করে। ম.ম. আমজাদ হোসেন মিলন বলেন, ‘ক্ষুন্দ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে সর্বাত্মক চেষ্টা চলছে। ইতোমধ্যে এ এলাকায় লেখাপড়ার জন্য স্কুল-কলেজ নির্মাণ করা হয়েছে। তারা সুশিক্ষিত হয়ে যেন দেশের জন্য কাজ করতে পারে সে লক্ষ্যে সরকার নানা উদ্যোগ নিয়েছে। ডিডিপি পরিচালক কাজী সোহেল রানা জানান, ক্ষদ্র নৃ-গোষ্ঠী তাদের ঐতিহ্য ভুলতে বসেছে। হারিয়ে ফেলছে সংস্কৃতি ও মাতৃভাষা। তাদের ঐতিহ্য তুলে ধরতে এবং তাদের জীবনমান উন্নয়ন ও অধিকার সম্পর্কে সচেতন করতেই এমন আয়োজন। একশন এইড বাংলাদেশের প্রোগ্রাম অফিসার মৌ খান ফাতেমা জানান, লিডারশিপ ডেভেলপমেন্ট, অ্যাডভোকেসিং অ্যান্ড লবিং ও ক্যাপাসিটি ডেভেলপমেন্ট এই তিন বিষয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কিশোর-কিশোরীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর