রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

প্রাণের উৎসবে মেতেছিল দেশ

প্রতিদিন ডেস্ক

বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪২৪ উদযাপন হয়েছে গত শুক্রবার। দিবসটি উপলক্ষে এ দিন উৎসাহ-উদ্দীপনায় মেতে ওঠে গোটা দেশ। আয়োজন করা হয় নানা কর্মসূচির। এর মধ্যে ছিল বৈশাখী শোভাযাত্রা, আয়োজনা সভা, পান্তা-ইলিশ খাওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। নানা বয়সের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সব কর্মসূচিতে অংশ নেন। প্রতিনিধিদের পাঠানো খবর—  জামালপুর : বৈশাখী মেলা মাঠ থেকে বের হওয়া মঙ্গল শোভাযাত্রায় নেতৃত্ব দেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, রেজাউল করিম হীরা এমপি,       শাহাবুদ্দিন খান, ফারুক আহমেদ চৌধুরী প্রমুখ। পরে অনুষ্ঠিত হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নোয়াখালী : এমপি একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং ডিসি বদরে মুনির ফেরদৌসের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা বের করে। শোভাযাত্রায় ইলিয়াছ শরীফ, ড. মাহেল আলম, শিহাব উদ্দিন শাহিন প্রমুখ অংশ নেন। কিশোরগঞ্জ : পুরনো স্টেডিয়াম থেকে পৃথক দুটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় সংরক্ষিত মহিলা আসনের এমপি দিলারা বেগম আসমা ও জেলা প্রশাসক আজিমুদ্দিন বিশ্বাসের নেতৃত্বে বিভিন্ন শ্রেণির মানুষ অংশ নেন। রাজবাড়ী : জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় প্রভাতী সঙ্গীত ও আলোচনা সভা। এ সময় বক্তৃতা করেন, কাজী কেরামত আলী এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আবদুল জব্বার, জিনাত আরা প্রমুখ। টাঙ্গাইল : শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে শোভাযাত্রা বের হয়। ছানোয়ার হোসেন এমপি, সংরক্ষিত মহিলা আসনের মনোয়ারা বেগম, জেলা প্রশাসক মাহবুব হোসেন, জোয়াহেরুল ইসলাম জোয়াহেরসহ অনেকে এতে অংশ নেন। শরীয়তপুর : জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মাহমুদুল হোসাইন খানের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বর্ষবরণের কর্মসূচি শুরু হয়। সাতক্ষীরা : বাঙালি জাতির কৃষ্টি-কালচার, ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে নানা সাজে বয়ো-বৃদ্ধ, কিশোর-কিশোরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন। বৈশাখী মেলা উদ্বোধন করেন এমপি মীর মোস্তক আহমেদ রবি। মাগুরা : নোমানী ময়দান থেকে র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এতে পংকজ কুণ্ডু, মাহবুবর রহমান, মুনিবুর রহমানসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন। লক্ষ্মীপুর : জেলা প্রশাসক কার্যালয় থেকে মঙ্গল শোভাযাত্রা দৃষ্টি কাড়ে সবার। পরে মেলা উদ্বোধন করেন জিল্লুর রহমান চৌধুরী। কুড়িগ্রাম : শোভাযাত্রায় অংশ নেন জাফর আলী, নুরুল আমিন, আব্দুল জলিলসহ বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ। র‌্যালি শেষে কুড়িগ্রাম পৌরমেয়র পান্তা ইলিশ খাইয়ে অতিথিদের আপ্যায়ন করেন।  নরসিংদী : নরসিংদী পৌরসভা চত্বর থেকে বের হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। উদ্বোধন করেন আবদুল মতিন ভূঞা ও কামরুজ্জামান কামরুল। নেত্রকোনা : শহরের মোক্তার পাড়া থেকে শোভাযাত্রা বের হয়। নেতৃত্ব দেন ড. মুশফিকুর রহমান ও জয়দেব চৌধুরী। নীলফামারী : বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনাজপুর : কেন্দ্রীয় শহীদ মিনার হতে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। মেহেরপুর : মঙ্গল শোভাযাত্রায় নেতৃত্ব দেন সংসদ সদস্য ফরহাদ হোসেন। ঝিনাইদহ : মঙ্গল শোভাযাত্রা শেষে পুরাতন ডিসি কোর্ট চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আব্দুল হাই এমপি, নবী নেওয়াজ এমপি, কনক কান্তি দাস, মিজানুর রহমানসহ বিভিন্ন পেশার নেতারা। ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে মাথায় গামছা বেঁধে ও ঘোড়ায় চড়ে র‌্যালিতে অংশ নেন সব শ্রেণির মানুষ। র‌্যালি শেষে এমপি শরীফ আহমেদ ফুলপুর উপজেলা জামে মসজিদ ও উপজেলা কমপ্লেক্স নির্মাণ কাজ উদ্বোধন করেন। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভায় বক্তব্য দেন, এমপি শরীফ আহমেদ, উপজেলা চেয়ারম্যান অ্যাড. আবুল বাসার আকন্দ, ইউএনও রাশেদ হোসেন চৌধুরী, মেয়র আমিনুল হক, সিনিয়র সহকারী পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী, মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ হাকিম সরকার, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, ওসি আলী আহম্মেদ মোল্লা প্রমুখ।  কেরানীগঞ্জ : ঢাকা জেলার পানগাঁও কাস্টমস হাউজে খালখাতা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কমিশনার হোসেন আহমদ, অতিরিক্ত কমিশনার জুয়েল আহমেদ, সহকারী কমিশনার মিতুল বণিক প্রমুখ।

সর্বশেষ খবর