রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ময়মনসিংহ লালমনিরহাটে ঘোড়দৌড়

ময়মনসিংহ ও লালমনিরহাট প্রতিনিধি

ময়মনসিংহ লালমনিরহাটে ঘোড়দৌড়

ময়মনসিংহ সার্কিট হাউসে প্রতিযোগিতায় ঘোড় সোয়ারি —বাংলাদেশ প্রতিদিন

পয়লা বৈশাখের একদিন পরও মহুয়া-মলুয়া-মদিনা-লীলা-চন্দ্রাবতীর আদি ও অকৃত্রিম লীলাভূমির দেশ ময়মনসিংহ মেতেছিল প্রাণের উচ্ছ্বাসে। শনিবার ঘোড় দৌড় প্রতিযোগিতা উপভোগের মাধ্যমে যেন বৈশাখের ষোল আনাই পূরণ করে নেয় শিক্ষা ও সংস্কৃতির নগরী ময়মনসিংহ। ঘোড়দৌড় দেখতে সার্কিট হাউস মাঠে সমাগম ঘটে অর্ধ লক্ষাধিক মানুষের। আয়োজন করে ময়মনসিংহ পৌরসভা। মেয়র ইকরামুল হক টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, রেঞ্জ ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক খলিলুর রহমান, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ।

লালমনিরহাট : শনিবার বৈশাখের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় উৎসবের মূল আকর্ষণ ঘোড়দৌড় প্রতিযোগিতা। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে অশ্বারোহীরা প্রতিযোগিতায় অংশ নেন। ঘোড়দৌড় ছাড়াও সর্বস্তরের হাজার হাজার মানুষ উপভোগ করেন হা-ডু-ডু, মোরগ ধরাসহ নানা রকম খেলা। শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে এসব উৎসবের উদ্বোধন করেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

সর্বশেষ খবর