রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

বর্ষবরণ উৎসবের ছোঁয়া লাগেনি হাওরে

সুনামগঞ্জ ও কিশোরগঞ্জ প্রতিনিধি

আগাম বন্যায় ফসলরক্ষা বাঁধ ভেঙে হাওর অধ্যুষিত সুনামগঞ্জ জেলার বোরো ফসল তলিয়ে যাওয়ায় এবার বাংলা নববর্ষ উদযাপন হয়নি হাওর এলাকায়। ফসলহারা কৃষকের প্রতি সহমর্মিতা জানিয়ে বর্ষবরণের সব কর্মসূচি বাতিল করেছে প্রশাসন। জেলার কোথাও চোখে পড়েনি মঙ্গল শোভাযাত্রা, বৈশাখী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান। দু-একটি স্থানে ফসল রক্ষাবাঁধ নির্মাণে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী গান গেয়ে নতুন বছরকে সাদামাটাভাবে বরণ করা হয়েছে। এছাড়া দিনভর পুরাতন কালেক্টরেট ভবনের সামনে প্রতিবাদী আয়োজন করে উদীচী। একইভাবে পৌর কলেজের সামনে লোকদল শিল্পী গোষ্ঠীর আয়োজনেও ছিল প্রতিবাদী গান।

এদিকে নেত্রকোনায় বৈশাখ উদযাপনের পরিবর্তে হাওর এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকের ক্ষতিপূরণসহ হাওরাঞ্চলকে দুর্গত ঘোষণার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ করেছেন খালিয়াজুরীর সর্বস্তরের মানুষ। শুক্রবার বেলা ১২টায় খালিয়াজুরী উপজেলা পরিষদ চত্বরে গবাদি পশু চড়িয়ে মানববন্ধন করেন তারা। এ সময় অসাধু ঠিকাদার ও পাউবো কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। তাছাড়া দ্রুত সময়ের মধ্যে হাওরাঞ্চলকে দুর্গত ঘোষণা করে পর্যাপ্ত ত্রাণ সহায়তার দাবি জানানো হয়।

সর্বশেষ খবর