সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ঝড়-বৃষ্টিতে তিনজনের মৃত্যু বাড়িঘর মেলা লণ্ডভণ্ড

প্রতিদিন ডেস্ক

দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ও ভারী বর্ষণে তিনজনের মৃত্যু হয়েছে। লণ্ডভণ্ড হয়েছে শতাধিক কাঁচা-আধাপাকা বাড়িঘর ও বৈশাখী মেলা। এর মধ্যে শেরপুরে ঝড়ে ঘরচাপায় মারা গেছেন বৃদ্ধা। বগুড়ায় বাড়ির পাশে খাদে জমানো বৃষ্টির পানিতে পড়ে মৃত্যু হয়েছে দুই শিশুর। এছাড়া  কালবৈশাখীতে সুনামগঞ্জে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত ও দিনাজপুরে একটি বৈশাখী মেলা লণ্ডভণ্ড হয়ে গেছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর—

বগুড়া : ধুনট উপজেলায় বাড়ির পাশে খাদে জমানো বৃষ্টির পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো— ধুনট উপজেলার পারধুনট গ্রামের শিপন মাহমুদের মেয়ে ছোয়া খাতুন (৩) ও পার্শ্ববর্তী সিরাজগঞ্জের কাজিপুরের দক্ষিণ পাইকপাড়ার জাহিদুল ইসলামের ছেলে বাইজিদ (৫)। গতকাল বিকালে ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাফিজুর রহমান তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। জানা যায়, গত ১২ ঘণ্টার ভারী বর্ষণে ধুনটের বিভিন্ন এলাকা পানি জমে থৈ থৈ করছে। রবিবার দুপুরে বাড়ির পাশে খাদে জমানো পানিতে খেলতে নেমে ডুবে যায় ছোঁয়া ও বাইজিদ।  শেরপুর : ঝিনাইগাতি উপজেলার বাকাকূড়ায় ঘরচাপায় ছালমা (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার বিকালে ও রাতে ঝড়-বৃষ্টিতে ছালমার ছনের ঘরটি দুর্বল হয়ে পড়ে। গতকাল ভোর রাতে ঘরটি ভেঙে ঘুমিয়ে থাকা ছালমার উপর পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। সুনামগঞ্জ : জেলার বিভিন্ন উপজেলায় কালবৈশাখী ঝড়ে শতাধিক কাঁচা, আধাপাকা ঘর-বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। ব্যাপক ক্ষতি হয়েছে গাছপালার। শনিবার রাত ৮ থেকে ৯টার মধ্যে জেলার  উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে এ ক্ষয়ক্ষতি হয়। এছাড়া জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়কের উপর গাছ পড়ে জেলার সঙ্গে জামালগঞ্জের সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন এ সড়কের সাধারণ যাত্রীরা। দিনাজপুর : কালবৈশাখীতে লণ্ডভণ্ড হয়ে গেছে দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে আয়োজিত বৈশাখী মেলা। দুমড়ে মুচড়ে গেছে স্টল। মাঠ বৃষ্টির পানিতে একাকার। শনিবার বিকালের কালবৈশাখী এবং গতকালের বৃষ্টিতে এ অবস্থার সৃষ্টি হয়। আবারো মেলা আয়োজনের চেষ্টা করছেন কমিটি। গোর এ শহীদ বড় ময়দানের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে বৈশাখী উৎসব পরিষদ ও জেলা প্রশাসনের আয়োজনে পয়লা বৈশাখ শুরু হয়েছিল সপ্তাহব্যাপী এ মেলা।

সর্বশেষ খবর