সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
চেয়ারম্যান পদে ৭০ ইউনিয়নে ভোট

আওয়ামী লীগ ৫০ স্বতন্ত্র ১৬ বিএনপির চার প্রার্থী জয়ী

প্রতিদিন ডেস্ক

সারা দেশের ১৬০টি ইউনিয়ন পরিষদে গতকাল সাধারণ নির্বাচন, উপনির্বাচন ও বন্ধ ঘোষিত কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে ৭০ ইউনিয়নে ভোট হয়। এতে বেসরকারিভাবে আওয়ামী লীগ ৫০, স্বতন্ত্র ১৬ এবং বিএনপির চার প্রার্থী জয়ী হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত—

টাঙ্গাইল : টাঙ্গাইলের তিন উপজেলার ৯ ইউপির ছয়টিতে আওয়ামী লীগ, একটিতে বিএনপি ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। একটির ফল পাওয়া যায়নি। এর মধ্যে সখীপুরের গজারিয়ায় আওয়ামী লীগের আব্দুল মান্নান মিয়া ও দাড়িয়াপুরে আওয়ামী লীগের আনছার আলী আসিফ জয়লাভ করেছেন। মির্জাপুরের লতিফপুর ইউনিয়নে আওয়ামী লীগের জাকির হোসেন, ভাওরায় আমজাদ হোসেন, আজগনায় রফিকুল ইসলাম, ফতেপুর ইউনিয়নে স্বতন্ত্র আব্দুর রৌফ এবং তরফপুরে বিএনপির সাইদ আনোয়ার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গোপালপুরের নগদা শিমলা ইউনিয়নে বিজয়ী হয়েছেন নৌকার এম হোসেন আলী। জামালপুর : ইসলামপুর উপজেলার বেলগাছা, নোয়ারপাড়া ও সাপধরী ইউনিয়নে যথাক্রমে নৌকার আব্দুল মালেক, মোস্তফা মওলা, জয়নাল আবেদীন বিজয়ী হয়েছেন। কুলকান্দি ইউনিয়নে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র জিয়াউর রহমান সনেট। বরগুনা : তালতলী উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চারটিতে আওয়ামী লীগ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। এর মধ্যে পঁচাকোড়ালিয়া ইউনিয়নে নৌকার নজির হোসেন কালু, ছোটবগীতে তৌফিকুজ্জামান তুন, নিশানবাড়ীয়ায় দুলাল ফারাজী ও বড়বগীতে আমলগীর মিঞা আলম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। কড়ইবাড়ীয়া ইউনিয়নে জয়লাভ করেছেন স্বতন্ত্র আলতাফ হোসেন আকন। ফরিদপুর : মধুখালী উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ তিনটিতে এবং একটিতে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছেন। এর মধ্যে ডুমাইন ইউনিয়নে আওয়ামী লীগের খুরশিদ হাসান, কামালদিয়ায় হাবিবুল বাসার ও মেঘচামী ইউনিয়নে হাসান আলী খান এবং আড়পাড়ায় বিএনপির জাকির হোসেন মোল্যা জয়লাভ করেছেন। কুমিল্লা : তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের আলী আশরাফ এবং হোমনার ভাষানিয়ায় বিদ্রোহী (আওয়ামী লীগ) কামরুল ইসলাম জয়লাভ করেছেন। জয়পুরহাট : ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নে নৌকার বোরহান উদ্দীন এবং তুলশীগঙ্গা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (আনারস) হাইকুল ইসলাম লেবু মোল্লা বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। পিরোজপুর : নাজিরপুর উপজেলার তিনটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে শ্রীরামকাঠী ও দেউলবাড়ী-দোবরা ইউনিয়নে চেয়ারম্যান হয়েছেন যথাক্রমে আওয়ামী লীগ মনোনীত উত্তম কুমার ও মো. ওয়ালিউল্লাহ। কলারদোয়ানিয়ায় বিজয়ী হয়েছেন বিএনপির হাসনাত ডালিম। ভোলা : দৌলতখান উপজেলার সৈয়দপুর এবং মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নে যথাক্রমে আওয়ামী লীগের জিএস ভুট্টু ও আমানউল্ল্যাহ আলামগীর নির্বাচিত হয়েছেন। এছাড়া দৌলতখান উপজেলার হাজিপুর ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী হামিদুর রহমান টিপু। পটুয়াখালী : কলাপাড়া ও দশমিনা উপজেলার তিন ইউপিতেই নৌকার প্রার্থী জয়লাভ করেছেন। এর মধ্যে লতাচাপলী ইউনিয়নে আনছার উদ্দিন মোল্লা, ধূলাস্বারে আব্দুল জলিল মাস্টার ও দশমিনার চর বোরহান ইউনিয়নে নজীর আহমেদ সরদার বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রংপুর : পীরগঞ্জ উপজেলার বড়দরগাহ ইউনিয়নে আওয়ামী লীগের নুরুল হক এবং বড় আলমপুরে স্বতন্ত্র প্রার্থী হাফিজার রহমান জয়লাভ করেছেন।  সুনামগঞ্জ : জামালঞ্জ উপজেলার সদর এবং জামালগঞ্জ উত্তর এই দুই ইউপিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন। নির্বাচিতরা হলেন— সাজ্জাদ মাহমুদ সাজিব ও রজব আলী। দিনাজপুর : বিরল উপজেলার পলাশবাড়ীতে স্বতন্ত্র আব্দুস শুকুর এবং বিজোড়া ইউপিতে নৌকার আমজাদ হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নে আওয়ামী লীগের মারিয়া হোসেন, ঝালকাঠির কাঁঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের রবিউল ইসলাম কবির, নওগাঁর মান্দা সদর ইউনিয়নে নৌকার তোফাজ্জল হোসেন তোফা, সিরাজগঞ্জের সলঙ্গার ঘুড়কা ইউনিয়নে আওয়ামী লীগের জিল্লুর রহমান সরকার, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নে আওয়ামী লীগের লোকমান হোসেন, পাবনার সাঁথিয়া উপজেলার করমজায় আওয়ামী লীগের হোসেন আলী বাগচী এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নে স্বতন্ত্র শেখ আল মামুন ও গাইবান্ধার ফুলছড়ির উড়িয়ায় মাহতাব উদ্দিন সরকার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর