সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

তাড়াশে এমপির ভাগ্নের গ্রুপের হামলায় ২০ ভূমিহীন আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে খাসজমির দখল নিয়ে সিরাজগঞ্জের তাড়াশের সংসদ সদস্য গাজী ম.ম আমজাদ হোসেন মিলনের ভাগ্নে আরিফ বাহিনীর হামলায় অন্তত ২০ ভূমিহীন আহত হয়েছে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্স, বগুড়া ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ওই গ্রামে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। রবিবার সকালে মাগুরা বিনোদ গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ এমপির ভাগ্নে আরিফুর রহমানকে আটক করেছে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর রহমান ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ভূমিহীনরা খাসজমি চাষাবাদ করে আসছিল। সম্প্রতি এমপির ভাগ্নে ওই জমি জাল কাগজপত্র তৈরি করে দখল করতে যায়। এ নিয়ে গ্রামবাসীর সঙ্গে এমপির ভাগ্নের দ্বন্দ্ব চলছিল। এ অবস্থায় সকালে ভূমিহীনরা স্থানীয় স্কুলের সামনে বসে গ্রাম্য বৈঠক করা অবস্থায় আরিফুর রহমানের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী ভূমিহীনদের ওপর হামলা চালায় এবং মারপিট ও কুপিয়ে অন্তত ২০ জনকে আহত করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে ।

সর্বশেষ খবর