সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

আমতলীতে নেই বাসস্ট্যান্ড যাত্রীদের দুর্ভোগ

আমতলী প্রতিনিধি

পটুয়াখালী-বরগুনা-কলাপাড়া-কুয়াকাটা ও তালতলীর সড়ক পথের সংযোগ পয়েন্ট আমতলী পৌরসভা। এখানে নেই কোনো বাসস্ট্যান্ড। আধুনিক বাসস্ট্যান্ড নির্মাণের দাবি দীর্ঘদিনের হলেও আজও তা নির্মিত হয়নি। যাত্রীবাহী বাস ও দূরপাল্লার পরিবহনগুলো সড়কের বেশ কয়েকটি পয়েন্টে দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করাচ্ছে। যাত্রী ছাউনি না থাকায় মানুষকে সীমাহীন দুর্ভোগে পড়তে হচ্ছে। প্রতিদিন বাঁধঘাট চৌরাস্তাসহ বেশ কয়েকস্থানে যানজট লেগেই থাকছে।

ভৌগোলিক অবস্থানের কারণে পটুয়াখালী- কুয়াকাটা-বরগুনা ও তালতলী সড়কের সংযোগস্থল আমতলী পৌর শহরের এ কে স্কুল থেকে বাঁধঘাট চৌরাস্তা এবং হাসপাতাল সড়ক। প্রতিদিন এ সড়ক দিয়ে শতাধিক বাস ও দূরপাল্লার বাস চলাচল করছে। আমতলী পৌর শহর জনগুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও  স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগ কোনো উদ্যোগ নিচ্ছে না।

আমতলী পৌরমেয়র মতিয়ার রহমান জানান বাসস্ট্যান্ড নির্মাণের পরিকল্পনা রয়েছে। পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন মুঠোফোনে জানান বাসস্ট্যান্ড নির্মাণের কাজ আমাদের না। তিনি আরও জানান বাঁধঘাট চৌরাস্তায় গোলচত্বর নির্মাণের পরিকল্পনা রয়েছে।

সর্বশেষ খবর