সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

সিরাজগঞ্জে সুদ না দেওয়ায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

বিভিন্ন স্থানে আরও পাঁচ খুন

প্রতিদিন ডেস্ক

সিরাজগঞ্জে সুদ না দেওয়ায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নরসিংদী, বগুড়া, কিশোরগঞ্জ, ফরিদপুর ও লক্ষ্মীপুরে খুন হয়েছেন একজন করে। এছাড়া নারায়ণগঞ্জে রূপগঞ্জ ও পটুয়াখালীর কুয়াকাটায় উদ্ধার করা হয়েছে দুজনের লাশ। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— সিরাজগঞ্জের বেলকুচিতে সুদের টাকা না দেওয়ায় আবুল হোসেন (৭০) নামে এক তাঁত ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার মুকুন্দগাঁতী পূর্বপাড়ায় গতকাল এ ঘটনা ঘটে। আবুল হোসেন মুকুন্দগাঁতী পূর্বপাড়ার সোহরাব আলীর ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত আব্দুল মতিন পলাতক। নরসিংদী : সদর উপজেলায় সিরাজুল ইসলাম (২০) নামে এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সিরাজুল শহরের ঘোড়াদিয়া এলাকার ফাইজ উদ্দিনের ছেলে। পুলিশ ও স্বজনরা জানান, বাবুল নামে এক ব্যক্তি সকালে সিরাজুলকে বাড়ি থেকে ডেকে আমিরাবাদ গ্রামে নিয়ে যায়। সেখানে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কোপায়। বগুড়া : বগুড়া পৌরসভার নিশিন্দারা মণ্ডলপাড়ায় গতকাল হযরত আলী (৪০) নামে এক যুবককে কুপিয়ে খুন করেছে সন্ত্রাসীরা। তিনি ওই এলাকার আব্দুস সাত্তারের ছেলে বলে জানা গেছে। কারা, কেন তাকে হত্যা করেছে এ ব্যাপারে জানা যায়নি। লাশ মর্গে পাঠিয়েছে পুলিশ। কিশোরগঞ্জ : করিমগঞ্জে তাসলিমা আক্তার (২৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শ্বশুরবাড়ির পাশে একটি বিলের পাড় থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে নিহতের ভাই মাজেদুল তাসলিমার স্বামী শফিকুলসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন। ফরিদপুর : সদরপুর উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম শ্যামপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মান্নান (৬৫) শনিবার দিবাগত রাতে ফরিদপুর মেডিকেলে মারা গেছেন। গত বৃহস্পতিবার রাতে শ্যামপুর চৌরাস্তা এলাকায় সন্ত্রাসীদের মারপিটে জখম হয়েছিলেন তিনি। এ ঘটনায় হওয়া মমলায় গতকাল লতিফ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রূপগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাটিতে পুঁতে রাখা অবস্থায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলায় গামছা পেঁচানো ছিলো। এছাড়া লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে শ্বশুরবাড়ি থেকে আসমা উল হোসনা নামে এক এইচএসসি পরীক্ষার্থী গৃহবধূ এবং পটুয়াখালীর কলাপাড়ায় ওমর ফারুক নামে এক যুককের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সর্বশেষ খবর