মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

মুজিবনগর দিবসে জঙ্গিমুক্ত দেশ গড়ার প্রত্যয়

প্রতিদিন ডেস্ক

ঐতিহাসিক মুজিবনগর দিবস ছিল গতকাল। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে শপথ নিয়েছিল মুজিবনগর সরকার। স্বাধীন বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন কারণে দিবসটি তাত্পর্যপূর্ণ। বরাবরের মতো এবারও সারা দেশে নানা আয়োজনে দিনটি পালিত হয়েছে। দিবসের কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শোভাযাত্রা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব অনুষ্ঠানে বক্তারা জঙ্গি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— বগুড়া : শহর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সভায় সভাপতিত্ব করেন রফি নেওয়াজ খান রবিন। প্রধান অতিথি ছিলেন মমতাজ উদ্দিন। বক্তব্য রাখেন মজিবর রহমান মজনু, তোফাজ্জল হোসেন দুলু, প্রদীপ কুমার রায় প্রমুখ। বক্তারা জঙ্গি ও সন্ত্রাস নির্মূলে জনগণের সঙ্গে একযোগে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন। সিলেট : জেলা প্রশাসন মিলনায়তনে ডিসি রাহাত আনোয়ারের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন বদর উদ্দিন আহমদ কামরান, আল আজাদ, ওয়েছ খছরু, সুব্রত চক্রবর্তী জুয়েলসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা। বক্তারা বলেন— মহান মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের গুরুত্ব ছিল অপরিসীম। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে মুজিবনগর সরকার শপথ নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যাত্রা শুরু করেছিল। বরিশাল : সদর রোডের শহীদ সোহেল চত্বরে দলীয় কার্যালয়ের সামনে জাতির জনকসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। অপরদিকে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে এবং বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। পরে বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের হল রুমে আলোচনা সভায় ড. গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মো. গাউস। গোপালগঞ্জ : টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতারা শ্রদ্ধা জানান। এতে নেতৃত্ব দেন আব্দুল হামিদ ও রফিকুল ইসলাম রফিক। কুড়িগ্রাম : জাফর আলীর নেতৃত্বে র‌্যালি শহর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন আমিনুল ইসলাম মঞ্জু, অ্যাড আব্রাহাম লিংকন প্রমুখ। ব্রাহ্মণবাড়িয়া : শহরের আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন র. আ. ম. উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি। জামালপুর : শহরের বকুলতলা মোড় থেকে র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে  শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রেজাউল করিম হীরা এমপি। সভায় অংশ নেন দেলোয়ার হোসেন, মির্জা সাখাওয়াতুল আলম মনি, সৈয়দ আতিকুর রহমান ছানা। লক্ষ্মীপুর : কালেক্টরেট ভবন প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জিল্লুর রহমান চৌধুরী। টাঙ্গাইল : অ্যাড. জোয়াহেরুল ইসলামের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অন্যান্য সংগঠনের নেতা-কর্মীরা। দিনাজপুর : জেলা প্রশাসক সম্মেলনকক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মীর খায়রুল আলম। গাজীপুর : গাজীপুরে দিনটি উপলক্ষে জেলা প্রশাসক মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম আলম। সভাপতিত্ব করেন মো. মাহমুদ হাসান। নোয়াখালী : জেলা প্রশাসকের সভাকক্ষে সুব্রত কুমার দে’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বদরে মুনীর ফেরদৌস। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ড. মাহে আলম, শিহাব উদ্দিন শাহিন, গোলাম মহি উদ্দিন লাতুমহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে। গোলাম রাব্বীর সভাপতিত্বে বক্তব্য রাখেন আবু তাহের মো. মাসুদ রানা, ডা. মো. সাদেক মিয়া।

 বিশ্বনাথ : সিলেটের বিশ্বনাথ উপজেলা বিআরডিবি হলরুমে অমিতাভ পরাগ তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন আবদুল হক, আলীনুর রহমান, কল্লোল গোস্বামী। শ্রীমঙ্গল : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আছকির মিয়ার সভাপতিত্বে এ সময় এমএ মান্নান, শহীদ হোসেন ইকবাল, অর্ধেন্দু কুমার দেব প্রমুখ বক্তব্য রাখেন। রাবি : মুজিবনগর দিবসকে জাতীয় দিবস ঘোষণার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন অধ্যাপক সনত্কুমার সাহা। অপরদিকে ছাত্রলীগ র‌্যালি নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। নালিতাবাড়ী : শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। পরে একই স্থানে তরফদার সোহেল রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় জিয়াউল হোসেন, ফসিহুর রহমান, যোগেন রায় প্রমুখ বক্তৃতা করেন।

সর্বশেষ খবর