বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

শিবগঞ্জে যুবলীগ সম্মেলনের জন্য তিন স্কুলের ক্লাস বাতিল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

শিবগঞ্জে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান বন্ধ করে গতকাল উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন করা হয়েছে। সকালে পৌর এলাকার সেলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিবগঞ্জ উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। অভিযোগ উঠেছে, সম্মেলন উপলক্ষে অঘোষিত ছুটি দেওয়ায় পাঠ গ্রহণ থেকে বঞ্চিত হয় তিনটি স্কুলের সহস্রাধিক শিক্ষার্থী। জানা গেছে, সোমবার রাতেই স্কুলমাঠে মঞ্চ ও প্যান্ডেল সাজানোর কাজ শুরু হয় এবং সকাল থেকেই উচ্চৈঃস্বরে দলীয় প্রচার-প্রচারণাসহ বিভিন্ন ধরনের কার্যক্রম চালানো হয়। এতে পাশের শিবগঞ্জ সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন, শিবগঞ্জ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হওয়ায় প্রতিষ্ঠানের প্রধান ছুটি ঘোষণা করেন। অন্যদিকে সেলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়টির পাঠদানসহ সব কার্যক্রম স্থগিত রাখা হয়। পাঠদান ব্যাহত হওয়া সম্পর্কে জানতে উপজেলা যুবলীগের সভাপতি সফিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মিটিংয়ে ব্যস্ত আছেন বলে সংযোগটি বিচ্ছিন্ন করে দেন। ইউএনও শফিকুল ইসলাম জানান, নিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে যুবলীগকে স্কুলের মাঠ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর