বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ছয় জেলায় সড়ক দুর্ঘটনা নিহত ৮ আহত ৪০

প্রতিদিন ডেস্ক

ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় আটজন নিহত ও আহত হয়েছেন ৪০ জন। এর মধ্যে পাবনায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে তিনজন নিহত ও ৪০ জন আহত হন। এ ছাড়া মাগুরা, নীলফামারী, দিনাজপুর, ঝিনাইদহ ও চট্টগ্রামে মারা গেছেন একজন করে। প্রতিনিধিদের খবর—

পাবনা : পাবনা-ঢাকা মহাসড়কের মধুপুর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত ও কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন— বেড়া উপজেলার কাশিনাথপুর বরাট গ্রামের নিফাজ উদ্দিনের ছেলে আবু মুছা ও সাঁথিয়ার বোয়ালিয়া হাটবাড়িয়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে আব্দুল মমিন। আহতরা পাবনা সদর হাসপাতালের চিকিৎসাধীন। এদের মধ্যে ৩/৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মাগুরা : সদর উপজেলার শেখপাড়া এলাকায় গতকাল সকালে সড়ক দুর্ঘটনায় মীর আতাহার আলী  নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আতাহার আলী পাকিস্তান আমলের যুক্তফ্রন্টের এমএনএ প্রয়াত অ্যাড. মীর হাসেম আলীর ছেলে। নীলফামারী : যাত্রিবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক আনারুল ইসলাম নিহত হয়েছেন। তিনি পলাশবাড়ি ইউনিয়ন পরিষদ তথ্য কেন্দ্রের উদ্যোক্তা। দিনাজপুর : বিরলে ট্রাকের ধাক্কায় এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত হুমায়ুন কবির বিরল উপজেলার বড় তিলাইন গ্রামের কায়কবাদ হোসেনের ছেলে ও স্থানীয় মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিল। ঝিনাইদহ : সদর উপজেলার খড়িখালী ইয়াফাদ ফিলিং স্টেশনের সামনে গতকাল ট্রাকচাপায় তানভীর জাহিদ সুমন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। চট্টগ্রাম : নগরীর মুরাদপুরে আখতারুজ্জামান ফ্লাইওভারের মুখে দ্রুতগতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক রিকশাচালক নিহত হয়েছেন। তার নাম কবির হোসেন (৩৫)। বুধবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সর্বশেষ খবর