বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ডোমারে ডায়রিয়ায় যুবকের মৃত্যু, আক্রান্ত ১২

মেডিকেল টিম গঠন

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের চাকধাপাড়া গ্রামে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ইউসুফ আলী (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।  ইউসুফ আলী ওই গ্রামের মকবুল হোসেনের ছেলে। ওই পরিবারের আরো সাত জনসহ পার্শ্ববর্তী পাঁচ পরিবারের ১২ জন ডায়রিয়া আক্রান্ত রয়েছে। তারা ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ব্যাপারে সোনারায় ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি উপজেলা স্বাস্থ্য বিভাগকে জানানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিনহাজ উদ্দিন মিয়া বলেন, ওই এলাকায় স্বাস্থ্য বিভাগের একটি মেডিকেল টিম কাজ করছে।  মেডিকেল টিমের সদস্য ও ওই ইউনিয়নের স্বাস্থ্য সহকারী সচিন মোহন্ত ও গোলাম মোস্তফা বলেন, বুধবার দুজন নতুন করে আক্রান্ত হলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। অপর দুজনকে বাড়িতে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। সিভিল সার্জন আব্দুর রশীদ বলেন, পচা, বাশি খাবার কিংবা ডায়রিয়া জীবাণুযুক্ত পানি পান করার কারণে তারা ডায়রিয়ায় আক্রান্ত হতে পারেন। সেখানে মেডিকেল টিম কাজ করছে।

আতঙ্কিত হওয়ার কিছু নেই। ওই এলাকাটি ঘনবসতিপূর্ণ এবং বেশিরভাগ নলকূপের গড়া পাকা করা নেই বলে জানান তিনি।

সর্বশেষ খবর