বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

মৎস্যজীবী নেতাকে গুলি করে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কায়েতপাড়ায় জিয়াউর রহমান জিয়া (৪০) নামে এক মৎস্যজীবীকে নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। জিয়া কায়েতপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে ও কায়েতপাড়া নারায়ণকান্দি মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মঙ্গলবার দিবাগত গভীর রাতে এ হত্যার ঘটনা ঘটে। আলমডাঙ্গা থানার ওসি আকরাম হোসেন জানান, জিয়াউর রহমান মঙ্গলবার রাতে বিল পাহারা দিতে যান। রাতে ঝড়-বৃষ্টি শুরু হওয়ায় রাত ৩টার দিকে বাড়ির দিকে ফিরছিলেন। বাড়ির কাছাকাছি তাকে অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। পুলিশ বুধবার সকালে জিয়ার লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। ওসি আরও জানান, ঘটনায় জড়িত সন্দেহে একই গ্রামের ফজলু সরদারের ছেলে সেলিমকে আটক করা হয়েছে। এ ব্যাপারে জিয়াউর রহমানের ভাই আসাদুল গতকাল হত্যা মামলা করেছেন। বগুড়ায় দুই লাশ : নিজস্ব প্রতিবেদক-বগুড়া জানান, সদর উপজেলার গোপালবাড়ি গ্রামের ধান খেতের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরনে ছিল লুঙ্গি। এদিকে কাহালু উপজেলার দরগাহাট এলাকা থেকে মঙ্গলবার রাতে ব্যাটারিচলিত অটো ভ্যানচালক সিদ্দিকুর রহমানের লাশ উদ্ধার করা হয়েছে। সিদ্দিকুর বগুড়ার শাজাহানপুর উপজেলার চকদুলাহার আবুল হোসেনের ছেলে।

সর্বশেষ খবর