বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

পার্বত্য দুই জেলায় হরতাল পালিত

প্রতিদিন ডেস্ক

পার্বত্য দুই জেলায় বাঙালি ছাত্র পরিষদসহ সমমনা সংগঠনগুলোর ডাকে গতকাল সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। খাগড়াছড়ির মহালছড়ির মোটরসাইকেলচালক সাদিকুল ইসলামের খুনিদের গ্রেফতারসহ ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের দাবিতে এ হরতালের ডাক দেয়। রাঙামাটিতে হরতাল চলাকালে কোনো সহিংসতার খবর না পাওয়া গেলেও খাগড়াছড়িতে যানবাহন ভাঙচুর ও পুলিশের হামলার ঘটনা ঘটেছে। .

প্রতিনিধিদের খবর— খাগড়াছড়ি : বাঙ্গালী ছাত্র পরিষদের নেতা-কর্মীরা হরতালের সমর্থনে বিভিন্ন স্থানে পিকেটিং করেছে। সকালে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি। মিছিলটি শাপলা চত্বর থেকে আদালত সড়কের দিকে যাওয়ার পথে একটি পাথরবোঝাই ট্রাক ভাঙচুর করে পিকেটাররা। পুলিশ ধাওয়া দিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে। এ সময় পুলিশের হামলায় আহত হন বাঙ্গালী ছাত্র পরিষদের তিন কর্মী। রাঙামাটি : ভোরে শহরে বিভিন্ন সড়কে পিকেটিং করে হরতাল সমর্থকরা। হরতালের কারণে শহরের দোকানপাট বন্ধ ছিল। চলাচল করেনি সড়ক ও নৌপথে দূরপাল্লার বা অভ্যন্তরীণ রুটের যানবাহন। অফিস আদালত খোলা থাকলেও কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি ছিল কম।

অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ।

সর্বশেষ খবর